বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৯ আগস্ট ২০২২, ০০:০০

ফরিদগঞ্জে প্রজ্জ্বলনের নির্বাহী কমিটি গঠন
ফরিদগঞ্জ প্রতিনিধি ॥

ছিন্নমূল শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়ানো, স্বেচ্ছাসেবী ও সামাজিক কাজে নিয়োজিত ফরিদগঞ্জের অসহায় শিশুদের বন্ধনে পরিচালিত সুবিধাবঞ্চিত শিশুশিক্ষা ও সামাজিক সংগঠন প্রজ্জ্বলন-এর নির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

১৮ আগস্ট বৃহস্পতিবার সকালে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় খাদিজা তাসনীমকে সভাপতি ও শামীম হাসানকে সাধারণ সম্পাদক করে আগামী এক বছরেরর জন্যে ১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

প্রজ্জ্বলন-এর কার্য নির্বাহী কমিটি (২০২২-২৩)-এর অন্যান্য সদস্য হলেন : সহ-সভাপতি তৌহিদুর রহমান রণি, সাংগঠনিক সম্পাদক সাকিব আহমেদ, অর্থ সম্পাদক জাহিদুল ইসলাম রাসেল, দপ্তর সম্পাদক মাহবুব হোসেন, প্রচার সম্পাদক সানজিদা আক্তার, ক্রীড়া বিষয়ক সম্পাদক তাহসিন মিলন, নির্বাহী সদস্য লাভলী আক্তার, নির্বাহী সদস্য পিয়াস চন্দ্র দাস ও নির্বাহী সদস্য রেদোয়ান খান।

উল্লেখ্য, ২০২১ সালে ফরিদগঞ্জ প্রেসক্লাব চত্বরে কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী ৪জন স্বেচ্ছাসেবক সংগঠনটির কার্যক্রম শুরু করেন। শুরুর দিকে স্বেচ্ছাসেবকরা বাড়ি বাড়ি গিয়ে অসহায়, ছিন্নমূল শিশুকে খুঁজে বের করেন। ১৬জন সুবিধাবঞ্চিত শিশুকে দিয়ে শুরু হয় প্রথম সাপ্তাহিক পাঠদান কর্মসূচি। পাঠাদান শেষে বাচ্চাদের উৎসাহের জন্য দেয়া হয় নাস্তা। শিক্ষক প্রতিনিধিদের দেয়া মাসিক চাঁদায় চলছে সংগঠনটির কার্যক্রম। ২০২১ সাল থেকে এখন পর্যন্ত ২০জন শিক্ষক প্রতিনিধি সুবিধাবঞ্চিত শিক্ষার্থী ৬৫জন শিক্ষার্থীর সাপ্তাহিক পাঠদানের পাশাপাশি তাদের প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বিতরণ করে আসছে। একই সাথে বিভিন্ন দরিদ্র শিক্ষার্থীর একবছরের শিক্ষা উপকরণ দিয়ে আসছে এবং তৃণমূল পর্যায়ে যারা সত্যিকারের সুবিধাবঞ্চিত তাদেরই সহায়তা করছে। শুধু শিক্ষা উপকরণই নয়, তাদেরকে শীতবস্ত্র বিতরণ এবং ঈদ উপহার বিতরণ করে, যাতে করে তাদের ঈদের আনন্দটুকু পরিপূর্ণ থাকে। সুবিধাবঞ্চিত শিশুদের সহযোগিতার পাশাপাশি সংগঠনটি কাজ করছে রক্তদান নিয়ে। বিভিন্ন সময়ে স্কুল, কলেজ ও উপজেলার বিভিন্ন স্থানে সাধারণ মানুষের সুবিধার্থে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় করে আসছে সংগঠনটির সদস্যরা। মুমূর্ষু রোগীকে রক্তদানসহ নানান সেবামূলক কার্যক্রম পরিচালনা করা হয় সংগঠনটির পক্ষ থেকে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়