বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৯ আগস্ট ২০২২, ০০:০০

বিষ্ণুদীর ফজলু মাস্টারের ইন্তেকাল
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর পৌরসভার ৯নং ওয়ার্ডের উত্তর-পশ্চিম বিষ্ণুদী নিবাসী ও ৬৫নং দক্ষিণ তরপুরচণ্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি চাঁদপুর সদর উপজেলার সাবেক সহ-সভাপতি আলহাজ্ব মোঃ ফজলুল হক বকাউল ওরফে ফজলু মাস্টার আর বেঁচে নেই। তিনি ১৭ আগস্ট বুধবার দিবাগত রাত ১২টা ১৫ মিনিটের সময় ইন্তেকাল করিয়েছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ২০২২ সালে হজ পালন করেছেন। তিনি ডায়াবেটিস ও হার্টের রোগে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন। তাঁর মৃত্যুতে বিষ্ণুদী গ্রামসহ চাঁদপুর শহরে গভীর শোকের ছায়া নেমে আসে। তাকে শেষবারের মত দেখতে মরহুমের নিজ বাড়িতে আত্মীয়-স্বজনসহ প্রিয়জনদের ভিড় দেখা গেছে।

মরহুমের নামাজে জানাজা বৃহস্পতিবার সকাল ৯টায় পশ্চিম বিষ্ণুদী বকাউল বাড়ি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন জেলা জাতীয় ইমাম সমিতির সাধারণ সম্পাদক ও পাটওয়ারী বাড়ি জামে মসজিদের খতিব মাওঃ মোঃ আবদুস সালাম। জানাজার পূর্বে বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ চান মিয়া মাঝি, চাঁদপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সিনিয়র যুগ্ম সম্পাদক সৈয়দ নুরুজ্জামান কাজল, কমিউনিটি পুলিশিং চাঁদপুর অঞ্চল-৬-এর সাধারণ সম্পাদক মাওঃ মোঃ আবদুর রহমান গাজী, মরহুমের বড় ছেলে ইঞ্জিঃ মোঃ ফয়সাল প্রমুখ। বিপুল সংখ্যক মুসল্লি ফজলুল হক মাস্টারের জানাজায় অংশ নেন। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

উল্লেখ্য, মোঃ ফজলুল হক বকাউল ওরফে ফজলু মাস্টারের বিষ্ণুদী ও তরপুরচণ্ডীতে সার্ভেয়ার হিসেবে বেশ পরিচিত ছিলো। তাঁর দু ছেলে। বড় ছেলে ইঞ্জিনিয়ার মোঃ ফয়সাল ও ছোট ছেলে ডাঃ মেহেদী ইকবাল।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়