প্রকাশ : ১৯ আগস্ট ২০২২, ০০:০০
বঙ্গোপসাগরে ফের লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে। আবহাওয়া বিভাগ বলছে লঘুচাপটি আরও শক্তিশালী হতে পারে। এর প্রভাবে দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বৃষ্টি বাড়তে পারে। ১৮ আগস্ট বৃহস্পতিবার আবহাওয়ার সতর্কবার্তায় এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
এদিকে, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের সৃষ্টি প্রভাবে চাঁদপুরে বৃহস্পতিবার বিকেল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে দেখা যায়। টানা কয়েকদিনের গরমের মধ্যে হঠাৎ বৃষ্টি হওয়ায় জনমনে স্বস্তি ফিরে আসে।
চাঁদপুরসহ প্রায় সারাদেশেই গরমে নাভিঃশ্বাস উঠেছে জনজীবনে। তাপমাত্রার পারদ খুব বেশি ওপরে না উঠলেও অস্বস্তিকর ভ্যাপসা গরমে গত রাতে অনেকে ঘুমাতেও পারেননি। ১৮ আগস্ট বৃহস্পতিবারও ছুটির দিনে গরমে কষ্ট পেতে দেখা গেছে জেলাবাসীকে। রাতের বেলায় বিদ্যুতের লোডশেডিং থাকায় মানুষ কষ্ট পাচ্ছে বেশি।
গত ৭ আগস্ট থেকে এ পর্যন্ত বঙ্গোপসাগরে তিনটি লঘুচাপ সৃষ্টি হলো। এর আগের দুটি লঘুচাপ নিম্নচাপে পরিণত হয়ে ভারতীয় ভূখণ্ডে গিয়ে নিষ্ক্রিয় হয়। এর প্রভাবে বাংলাদেশের দক্ষিণাঞ্চলসহ বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছিল।
আবহাওয়ার সতর্কবার্তায় বলা হয়, উত্তর-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি ঘনীভূত হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চারণশীল মেঘমালার সৃষ্টি হচ্ছে। সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।