প্রকাশ : ১৯ আগস্ট ২০২২, ০০:০০
বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদগঞ্জ উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন হয়েছে। ১৭ আগস্ট বুধবার সকাল ১১টায় ফরিদগঞ্জ তালিমুন্নিছা মাদরাসা মিলনায়তনে আহ্বায়ক কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওঃ মোঃ লিয়াকত হোসাইন। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সহ-সভাপতি মাওঃ মোহাম্মদ উল্লাহ, সাধারণ সম্পাদক মাওঃ হাবিবুর রহমান, সহ-সম্পাদক হাফেজ আবুল হাছানাত, সাংগঠনিক সম্পাদক মাওঃ মোঃ আব্দুস সালাম। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের ফরিদগঞ্জ উপজেলা আহ্বায়ক মাওঃ সামছুল ইসলাম।
সভায় সংগঠনের জেলা সভাপতি ১১ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন। তারা হলেন : সভাপতি মাওঃ সামছুল ইসলাম, সহ-সভাপতি মাওঃ শাহাদাত হোছাইন, আব্দুল্লাহ আল মামুন, মাওঃ কাউছার আলম, সাধারণ সম্পাদক হাফেজ মাওঃ আবু হানিফ, সহ-সাধারণ সম্পাদক মাওঃ আবু বকর ছিদ্দিক, সাংগঠনিক সম্পাদক এমরান হোসাইন, সহ-সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওঃ সুলতান আহমাদ, প্রচার সম্পাদক হাফেজ মাওঃ নোমান বিন হাবিব, বায়তুল মাল সম্পাদক মাওঃ আকরাম ও সদস্য আমিনুল ইসলাম।