প্রকাশ : ১৯ আগস্ট ২০২২, ০০:০০
মাওঃ মোঃ মোশাররফ হোসাইন এমফিল ডিগ্রি অর্জন করায় বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমন্বয় আন্দোলন চাঁদপুর জেলা কমিটির পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। ১৮ আগস্ট বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর প্রেসক্লাব ভবনস্থ এলিট চাইনিজ রেস্টুরেন্টে তাঁকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডঃ মোঃ আব্দুল কাদির। উপস্থিত ছিলেন চাঁদপুর মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডাঃ সাইফুল ইসলাম সোহেল, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমন্বয় আন্দোলনের চেয়ারম্যান আল্লামা মাহফুজ উল্যাহ ইউসুফীসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
হাইমচর উপজেলার ৩নং আলগী দক্ষিণ ইউনিয়নের গন্ডামারা গ্রামের কৃতী সন্তান মাওঃ মোঃ মোশাররফ হোসাইন। তিনি মোঃ আনোয়ার হোসাইন ও শাহানারা বেগমের একমাত্র পুত্র। ছোটবেলা থেকেই অদম্য মেধাবী। গন্ডামারা ফাযিল মাদ্রাসা থেকে দাখিল ও ছারছীনা দারুচ্ছুন্নাত জামেয়া-এ-ইসলামিয়া থেকে আলিম, ফাযিল ও কামিলে ফার্স্ট ক্লাস পান এবং চাঁদপুর সরকারি কলেজ থেকে ইসলামিক স্টাডিজ বিভাগে ডিগ্রি ও মাস্টার্স সম্পন্ন করেন।
ড. মুহাঃ নজীবুর রহমান, সহযোগী অধ্যাপক (আরবি) ও বিভাগীয় চেয়ারম্যান (আরবি বিভাগ) জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুরে মাওঃ মোশারফ হোসাইনের গবেষণার বিষয় ‘আধুনিক আরবি সাহিত্যে নাজীব মাহফুযের ছোটগল্প রচনায় শিল্পরূপ’।
গাজীপুর জাতীয় বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব এডভান্সড স্টাডিজের ৩৪তম সভার সিদ্ধান্তে একাডেমিক কাউন্সিলের ৯৫তম সভার সুপারিশ এবং ২৬ জুন ২০২২ তারিখে ২২৮তম সিন্ডিকেট সভার চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী ০৮ যারা এমফিল ডিগ্রি অর্জন করেন, তার মধ্যে মাওঃ মোঃ মোশাররফ হোসাইন ৪র্থ হয়েছেন।
মাওঃ মোঃ মোশাররফ হোসাইন চাঁদপুর কালেক্টরেট জামে মসজিদের খতিব ও মান্দারী ফাযিল মাদ্রাসার প্রভাষক (আরবি)। এছাড়া তিনি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমন্বয় আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও চাঁদপুর জেলা কমিটির সভাপতি, ছারছীনা দরবার শরীফ থেকে পরিচালিত অরাজনৈতিক দ্বীনি সংগঠন বাংলাদেশ আইম্মায়ে হিযবুল্লাহ চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ও চাঁদপুর শহর জমইয়াতে হিযবুল্লাহর দীনিয়া বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি হাইমচর উপজেলা ছাত্র হিযবুল্লাহর সভাপতি এবং ছারছীনা মাদ্রাসা ক্যাম্পাস কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন।
এ সাফল্য অর্জন করায় তিনি মহান আল্লাহর দরবারে শোকরিয়া আদায় করেন এবং তাঁর শিক্ষক, সুপারভাইজার, বন্ধুমহল, শিক্ষার্থী ও সহকর্মীসহ সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।