বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৮ আগস্ট ২০২২, ০০:০০

সিরিজ বোমা হামলার প্রতিবাদে কচুয়ায় ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
মেহেদী হাসান ॥

কচুয়া উপজেলা ছাত্রলীগের উদ্যোগে ২০০৫ সালে বিএনপি-জামায়াত জোট সরকারের ক্ষমতা থাকাকালীন সময়ে দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় কর্মসূচির অংশ হিসেবে কচুয়া বিশ্বরোড এলাকা থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বিশ্বরোড এলাকায় উপজেলা ভাইস চেয়ারম্যানের কার্যালয়ের সামনে পথসভায় মিলিত হয়।

কচুয়া উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সালাউদ্দীন সরকারের সভাপতিত্বে¡ ও যুগ্ম আহ্বায়ক শাকিল মুন্সি তাবিরের সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন পৌর ছাত্রলীগ নেতা ফাহিম হোসেন, কচুয়া সরকারি বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগ নেতা ইমরুল কায়েস নয়ন, মাহি, চাঁপই শাখা ছাত্রলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) শেখ সজিব, বিতারা ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক সোহাগ সরকার, কাদলা ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক রফিকুল ইসলাম রনি, যুগ্ম আহ্বায়ক রাসেল প্রধান, কড়ইয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শুকুর আলম মৃধাসহ নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলেই বাংলাদেশে জঙ্গিদের উত্থান ঘটে। তাদের মদদে ২০০৫ সালের আজকের দিনে দেশব্যাপী পাঁচ শতাধিক জায়গায় একই সময়ে সিরিজ বোমা হামলা হয়। আমরা তার প্রতিবাদ জানাচ্ছি। সম্প্রতি বুয়েটসহ বরগুনায় ছাত্রলীগের নেতা-কর্মীদের উপর হামলা ঘটনারও তীব্র নিন্দা জানাচ্ছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়