প্রকাশ : ১৭ আগস্ট ২০২২, ০০:০০
অন্ধজনের দৃষ্টি ফিরিয়ে দেয়ার প্রয়াস ও চোখের সমস্যার সমাধানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে ফরিদগঞ্জে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ফরিদগঞ্জ উপজেলা পরিষদের অডিটোরিয়ামে আয়োজিত ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান। এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিএস তসলিমসহ অন্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
চাঁদপুর মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের সহায়তায় ও ফরিদগঞ্জ উপজেলা পরিষদের আয়োজনে ১৬ আগস্ট মঙ্গলবার দিনব্যাপী আয়োজিত চিকিৎসা ক্যাম্পে তিন শতাধিক মানুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ দেয়া হয়।
চক্ষু হাসপাতাল সূত্র জানায়, দিনব্যাপী এই চক্ষু চিকিৎসা শিবিরে ১০ জন চিকিৎসক তিন শতাধিক নারী-পুরুষকে চিকিৎসা সেবা দেন।