প্রকাশ : ১৭ আগস্ট ২০২২, ০০:০০
আজ ১৭ আগস্ট ২০২২ বুধবার বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ, চাঁদপুর জেলা শাখা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে চাঁদপুর রোটারী ক্লাবের ডাঃ নূরুর রহমান সভাকক্ষে বিকেল পাঁচটায় এক অনুষ্ঠানের আয়োজন করেছে। আলোচনা সভা ও বঙ্গবন্ধুকে নিবেদিত গান ও কবিতার মাধ্যমে জাতির পিতাকে স্মরণের এ অনুষ্ঠানে সকলের উপস্থিতি বিনীতভাবে কামনা করেছেন সংগঠনের সভাপতি মুক্তা পীযূষ ও সেক্রেটারি মিঠুন বিশ্বাস। আলোচনা শেষে ১৫ আগস্ট রেলওয়ে শিশু বিদ্যালয়ে বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ কর্তৃক আয়োজিত কবিতা আবৃত্তি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হবে।