বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৭ আগস্ট ২০২২, ০০:০০

খন্দকার মোশতাকের প্রেত্মারা এখনো আমাদের মধ্যে ঘুরে বেড়াচ্ছে
প্রবীর চক্রবর্তী ॥

জাতীয় শোক দিবস উপলক্ষে ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে শোক র‌্যালি, আলোচনা সভা, মিলাদ মাহফিল ও গণভোজ অনুষ্ঠিত হয়েছে। ১৫ আগস্ট সোমবার সকালে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে শোকর‌্যালি বের হয়। পরে ফরিদগঞ্জ পৌরসভা মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আবুল খায়ের পাটওয়ারীর সভাপতির বক্তব্যে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু এদেশের মানুষকে নিজের সন্তানের চেয়ে বেশি ভালোবাসতেন। তিনি যাদেরকে বেশি বিশ্বাস করতেন সেই তাদেরই একজন খোন্দকার মোশতাক তার সাথে চরম বিশ্বাসঘাতকতা করলো। সেই খন্দকার মোশতাকের প্রেত্মারা এখনো আমাদের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। আমাদের এদের সম্পর্কে সজাগ থাকতে হবে। জাতির পিতা আমাদেরকে স্বাধীন দেশ দিয়ে গিয়েছিলেন। অর্থনৈতিক মুক্তির কাজ শুরু করলেও তা শেষে করে যেতে পারেননি। কিন্তু তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিতার পদাঙ্ক অনুসরণ করে দেশের অর্থনৈতিক মুক্তির জন্যে কাজ করে চলছেন। এই ধারাকে অব্যাহত রাখতে হলে আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিজয় নিশ্চিত করতে হবে। শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী হতে হবে। এজন্য আমরা যারা দলের কর্মী-সমর্থক রয়েছি, তাদের এক ও অভিন্ন থেকে দলের ঐক্য ধরে রেখে কাজ করে যেতে হবে। আজকের এই শোক দিবসে জাতির পিতাকে হারানোর বেদনাকে বুকে নিয়ে তাঁর স্বপ্ন সফল করার শপথ নিতে হবে।

অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার। উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক রবিউল হোসেনের পরিচালনায় আরো বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সহিদ উল্ল্যা তপাদার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি লোকমান তালুকদার, অ্যাডঃ মোহাম্মদ আলী, সদস্য কামাল মিয়াজী, মহিলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডঃ নাজমুন নাহার অনি, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজুল হক, পৌর কাউন্সিলর আঃ মান্নান পরান, মাজহারুল ইসলাম মিরন, জাহিদ হোসেন, মোহাম্মদ হোসেন, জায়েদ হোসেন বাবুল প্রমুখ। আলোচনা শেষে উপজেলা মসজিদের খতিব মাওঃ ইউনুছ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

এর আগে সকালে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলীয়, জাতীয় ও শোক দিবসের পতাকা উত্তোলন করার পর সেখানে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন আওয়ামী লীগ নেতারা। পরে দলীয় কার্যালয় থেকে বের হওয়া শোকর‌্যালি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়