প্রকাশ : ১৭ আগস্ট ২০২২, ০০:০০
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ফরিদগঞ্জ উপজেলার দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা, মিলাদ, দোয়া ও গণভোজ অনুষ্ঠিত হয়েছে।
১৫ আগস্ট সোমবার দুপুরে কালিরবাজার মিজানুর রহমান উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হারুন-অর-রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া।
এ সময় তিনি বলেন, মুজিব মানে স্বপ্ন, মুজিব মানে চেতনা, নতুন কিছু দেখার কল্পনা। তাই বঙ্গবন্ধু রাজনীতির শুরু থেকেই এদেশের মানুষের মুক্তির কথা ভেবেছিলেন। ৬ দফা তাঁর অনন্য নিদর্শন। পাকিরা ওই ৬ দফা দেখেই বুঝেছিলো এটি একসময় এক দফায় পরিণত হবে। তাই তারা বঙ্গবন্ধুকে হত্যা ও এই আন্দোলন থেকে দূরে রাখার জন্যে নানা চেষ্টা করেছে। সকল ষড়যন্ত্র ভেদ করে বঙ্গবন্ধু আমাদেরকে একটি দেশ একটি পতাকা দিয়েছেন। কিন্তু যাদেরকে তিনি সবচেয়ে বেশি আপন ভেবেছিলেন সেই বাঙালিরাই জাতির পিতাকে হত্যা করার দুঃসাহস দেখালো। ঘাতকরা ভেবেছিল বঙ্গবন্ধুকে হত্যার মধ্যে দিয়ে তাঁর স্বপ্ন নিভে যাবে। কিন্তু বঙ্গবন্ধুর রক্ত যাঁর শরীরে বহমান তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে চলেছেন। আগামীতে যেন এই উন্নয়ন অব্যাহত থাকে সেজন্যে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী পদে আবারো আসীন হতে হবে। তিনি অবশ্যই বিবেচনা করে এই আসনে সঠিক লোকের হাতেই নৌকার ভার তুলে দিবেন। আর আমরা শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে নৌকার বিজয় নিশ্চিত করবো। আজকের শোকের দিনে আমাদেরকে সোনার বাংলা গড়ার শপথ নিতে হবে।
ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল আলম খান সোহেল ও উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন ভূঁইয়া ইরানের পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রফিকুল আমিন, সাবেক সদস্য মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল হোসেন বাবুল পাটওয়ারী, সিদ্দিকুর রহমান, যুগ্ম সম্পাদক ওয়াহিদুর রহমান রানা, আলমগীর হোসেন, আরিফুর রহমান আজাদ, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক সুলতান আহমেদ রিপন, সদস্য হাসান আব্দুল হাই, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মজিবুর রহমান, কালিরবাজার কলেজ অধ্যক্ষ হাফেজ আহমেদ, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক হাজী সফিক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কাউছারুল আলম কামরুল, উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি জহির হোসেন মিজি, পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি আজমুর বেগম, উপজেলা ইউনিয়ন চেয়ারম্যান সমিতির সভাপতি হারুনুর রশীদ, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতিদের পক্ষে মোনায়েম খান, সাধারণ সম্পাদকদের পক্ষে মিজানুর রহমান ভদ্র, জাকির খান বাবু, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি রাজিয়া সুলতানা দীপু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি দেলোয়ার মোল্লা, মাহবুব আলম সোহাগ, জেলা ছাত্রলীগের উপনাট্য বিষয়ক সম্পাদক আরেফিন শুভ, ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, যুবলীগ সভাপতি তুহিন রায়হান ও ছাত্রলীগ সভাপতি শাহপরান রাব্বী। এর আগে শোক দিবস উপলক্ষে কোরআন খতম দেয়া হয়।