বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৫ আগস্ট ২০২২, ০০:০০

বঙ্গবন্ধুর রেখে যাওয়া কথাগুলো শোনা ও বোঝা দরকার
প্রবীর চক্রবর্তী ॥

ফরিদগঞ্জ উপজেলার গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজের উদ্যোগে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৪ আগস্ট) সকালে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুনীর চৌধুরীর সভাপ্রধানে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি, সাবেক এমপি ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু পতাকা আর মানচিত্রের জন্যে দেশ স্বাধীন করেননি, তিনি একটি উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্যে স্বাধীনতার ডাক দিয়েছেন। সুন্দর বাংলাদেশের পরিকল্পনা রেখে এগিয়ে গেছেন। তিনি ১৯৭১ সালে যখন যুদ্ধবিধ্বস্ত দেশটি গঠনে নেতৃত্ব দিয়ে যাচ্ছিলেন ঠিক সেই সময়ে স্বাধীনতার পরাজিত শক্তিরা তাঁকে সপরিবারে নির্মমভাবে হত্যা করে।

তিনি বলেন, বঙ্গবন্ধু এমন এক ব্যক্তি যিনি এ জাতির জন্যে নিজের জীবনের সকল কিছু বির্সজন দিয়েছেন। জীবনের বড় একটা সময়ে জেলে কাটিয়েছেন তিনি। পাকিস্তানিদের নানা লোভ ও পদের লোভে না পড়ে তিনি এদেশের মানুষের মুক্তির জন্যে কাজ করেছেন। কিন্তু এদেশের মানুষই তাঁকে সপরিবারে হত্যা করেছে। জাতি হিসেবে এই লজ্জা আমাদের ঢেকে রাখার কোনো স্থান নেই। তবে তাঁর মৃত্যুর কারণে আমরা যে শোক পেয়েছি, সে শোককে শক্তিতে রূপান্তরিত করে জাতিকে অর্থনৈতিক মুক্তির পথে এগিয়ে নিতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। আজকে জননেত্রী শেখ হাসিনার হাত ধরে বঙ্গবন্ধুর সোনার বাংলা এগিয়ে যাচ্ছে।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, বঙ্গবন্ধু আমাদের মাঝে যতোগুলো ভাষণ রেখে গেছেন, সব ভাষণ আমাদের শুনে উদ্বুদ্ধ হয়ে দেশের জন্যে কাজ করতে হবে। ভাষণের অর্থ বুঝতে হবে। আমাদের দেশটাকে এগিয়ে নিতে হলে বঙ্গবন্ধুর রেখে যাওয়া কথাগুলো শোনা এবং বোঝা দরকার। ৭ মার্চের ভাষণসহ বঙ্গবন্ধুর সকল ভাষণ ভবিষ্যৎ প্রজন্মের কাছে অতি গুরুত্বপূর্ণ।

প্রভাষক পরেশ চন্দ্র দাস ও যুবলীগের যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন ভূঁইয়া ইরানের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ওয়াহিদুর রহমান রানা, আরিফুর রহমান আজাদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সহিদ উল্লা তপাদার, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সুলতান আহমেদ রিপন, গুপ্টি পশ্চিম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বুলবুল আহমেদ, রূপসা দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ইস্কান্দার আলী প্রমুখ।

এছাড়া বক্তব্য রাখেন উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সফর আলী, উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী শফিক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি এমরান হোসেন মিলন ভূঁইয়া, ফরিদগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি দেলোয়ার মোল্লা, মাহবুব আলম সোহাগ, জেলা ছাত্রলীগের উপ-নাট্য বিষয়ক সম্পাদক আরেফিন শুভ, রূপসা দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি ইব্রাহিম সৈকত, রূপসা দক্ষিণ ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম প্রমুখ। শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী অধ্যাপক দেলোয়ার হোসেন ও প্রভাষক ফারজানা আক্তার। ছাত্রদের পক্ষে বক্তব্য রাখেন মাশরাফি মর্তুজা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার সরোয়ার মিয়া, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুস সামাদ মিন্টু পাটোয়ারী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম সুজন, কৃষকলীগের সহ-সভাপতি জহির হোসেন মিজি, সাইফুল ইসলাম বরকন্দাজ, সাংগঠনিক সম্পাদক শাহআলম আজাদ, স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রসু মিয়া, সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম পাটোয়ারী, পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি আজমুর বেগম, পৌর যুবলীগের সাবেক আহ্বায়ক জামাল উদ্দিন, উপজেলা যুবলীগের সদস্য মাকসুদুল বাশার বাঁধন পাটোয়ারী প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়