প্রকাশ : ১৪ আগস্ট ২০২২, ০০:০০
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে মতলব দক্ষিণে বাড়িঘর ভাংচুর ও লুটপাট করে বিরোধপূর্ণ সম্পত্তি জোরপূর্বক দখল চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ রেনু জমাদার ও অরুন জমাদার গংয়ের বিরুদ্ধে। গত ১৩ আগস্ট সকালে উপজেলার ৩নং খাদেরগাঁও ইউনিয়নের তেলিমাছুয়া খাল গ্রামের জমাদার বাড়িতে এ ঘটনা ঘটেছে।
এ ঘটনায় বাদী হয়ে মতলব দক্ষিণ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মোঃ জামাল হোসেন। অভিযোগের পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন মতলব দক্ষিণ থানা পুলিশ।
জানা গেছে, মতলব দক্ষিণ উপজেলার তেলমিাছুয়া খাল মৌজার ৫০৬নং খতিয়ানভুক্ত ৩৩৮নং দাগে মোট ৬শতাংশ জমি নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছে। উক্ত সম্পত্তির কিছু অংশে একটি দোচালা টিনের ঘর তৈরি করে দীর্ঘদিন বসবাস করে আসছেন মৃত মহর আলী জমাদারের ছেলে মোঃ জামাল হোসেন জমাদার। ওই সম্পত্তির বাকি অংশ রেনু জমাদার গং জবরদখল করে রাখায় সম্পত্তির অপর ওয়ারিশ সফিয়া খাতুন বাদী হয়ে চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের আদালতে নালিশি সম্পত্তি নিয়ে উচ্ছেদের জন্য একটি মোকাদ্দমা দায়ের করেন। যার নং ৮৬২০।
এদিকে একই সম্পত্তির উপর প্রতিপক্ষ অরুণ জমাদার বাদী হয়ে চাঁদপুর আদালতে একটি নিষেধাজ্ঞা মামলা দায়ের করেন। ওই মামলার প্রেক্ষিতে আদালত বিরোধপূর্ণ সম্পত্তিতে কোনো প্রকার স্থাপনা নির্মাণ, আকার আকৃতি পরিবর্তন না করা ও মামলা নিস্পত্তি না হওয়া পর্যন্ত উভয় পক্ষের মধ্যে স্থিতাবস্থা বজায় রাখার জন্য আদেশ প্রদান করেন। কিন্তু অরুণ জমাদার গং আদালতের আদেশ অমান্য করে গতকাল ১৩ আগস্ট সকালে জামাল জমাদারের দখলীয় বাড়ি-ঘর ভাংচুর করে নগদ টাকাসহ মালামাল লুটপাট করে নিয়ে যায় বলে জানান জামাল জমাদার। এ ঘটনায় বাদী হয়ে মতলব দক্ষিণ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী মোঃ জামাল হোসেন জমাদার।
ভুক্তভোগী জামাল হোসেন জানান, শনিবার সকালে তেলীমাছুয়াখাল গ্রামের রেনু জমাদার, অরুণ জমাদার, জামাল জমাদার, রোকেয়া বেগম, সখিনা বেগম ও শান্তি বেগমসহ ১০/১৫ জনের একটি সংঘবদ্ধ দল আমাদের দোচালা বসতঘর ভাংচুর করে ঘরে থাকা নগদ ৪৫ হাজার টাকাসহ বিভিন্ন মালামাল লুটপাট করে নিয়ে যায়। তিনি আরও জানান, এ সম্পত্তি নিয়ে চাঁদপুর আদালতে একাধিক মামলা চলমান রয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত রেনু জমাদার জানান, জামাল হোসেন গং নিজেদের ঘর নিজেরাই ভেঙ্গে আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি করার চেষ্টা করছে।
মতলব দক্ষিণ থানার ওসি (তদন্ত) হারুন অর রশিদ জানান, এ ঘটনায় উভয় পক্ষ থানায় অভিযোগ করেছে। অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।