প্রকাশ : ১৪ আগস্ট ২০২২, ০০:০০
তুচ্ছ ঘটনায় বিএম মহসীন (৪০) নামে একজন থাই অ্যালুমিনিয়াম ব্যবসায়ীকে ঘর থেকে ডেকে এনে তার ওপর সন্ত্রাসী হামলা ও মারধর করে আহত করা হয়েছে। ১২ আগস্ট শুক্রবার সকালে চাঁদপুর শহরের পুরাণবাজারের ২নং ওয়ার্ডস্থ রণাগোয়াল এলাকায় এ হামলা হয়। আহত ব্যবসায়ীকে স্থানীয়রা উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করে। তিনি হাসপাতালের দ্বিতীয়তলাস্থ পুরুষ ওয়ার্ডের ৩০ নম্বর বেডে চিকিৎসাধীন। এ ঘটনায় হামলাকারী ২নং ওয়ার্ড যুবলীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক নজরুল ইমলাম নজু হাওলাদার ও তার সহযোগীদের বিরুদ্ধে অভিযোগ পেয়েছে পুলিশ। ঘটনার বিস্তারিত তদন্ত করতে চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুর রশিদ পুরাণবাজার ফাঁড়ির ইনচার্জকে নির্দেশ দেন।
আহত বিএম মহসীন বলেন, পুরাণবাজরের নিতাইগঞ্জে রোহা থাই অ্যালুমিনিয়াম নামে আমার ১টি দোকান রয়েছে। সেখানে স্থানীয় এক ব্যবসায়ীর বাড়ির কাজ কম রেটে আমি নিয়েছি। এমন অভিযোগ তুলে পূর্বপরিকল্পিতভাবে আমাকে লোক পাঠিয়ে রাস্তায় ডেকে এনে কোনো কিছু বুঝে ওঠার আগেই স্থানীয় নজরুল ইসলাম হাওলাদারসহ ১৫/২০ জনের একটি উশৃঙ্খলবাহিনী আমার ওপর অতর্কিত হামলা চালায়। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এনে ভর্তি করে। আমি এর সুষ্ঠু বিচার পেতে থানা পুলিশের দ্বারস্থ হয়েছি।
এ বিষয়ে তাৎক্ষণিক নজরুল ইসলাম হাওলাদার গংয়ের বক্তব্য পাওয়া যায়নি। তবে চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুর রশিদ বলেন, আমরা ঘটনাটি খতিয়ে দেখতে পুরাণবাজার ফাঁড়ি পুলিশকে নির্দেশনা দিয়েছি।