প্রকাশ : ১৪ আগস্ট ২০২২, ০০:০০
হাজীগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক অধ্যাপক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান মোজাম্মেল হক চৌধুরী (মোহন স্যার) ১৩ আগস্ট শনিবার রাত ৩টা ৩৫ মিনিটে ঢাকার স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরহুমের জানাজা সকাল ১১টায় হাজীগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে অধ্যক্ষ মোঃ মাসুদ আহাম্মদের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয়।
জানাজার পূর্বে মরহুমকে নিয়ে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিঃ মমিনুল হক, সাবেক সহকর্মী অধ্যাপক (অবঃ) মোঃ শহিদুল্লাহ, সাবেক সহকর্মী ও বর্তমান গভর্নিংবডির বিদ্যোৎসাহী সদস্য অধ্যাপক (অবঃ) স্বপন কুমার পাল, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ সেলিম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মাকছুদুর রহমান, মরহুমের সাবেক ছাত্র ও বর্তমান গভর্নিংবডির সদস্য মোঃ শামছুজ্জামান মুন্সী এবং কলেজ অধ্যক্ষ মোঃ মাসুদ আহাম্মদ।
সহকারী অধ্যাপক মোহাম্মদ মুজাম্মেল হোসাইনের সঞ্চলনায় আরো বক্তব্য রাখেন মরহুমের বড় ছেলে রায়হান সিদ্দিকী। এরপর অধ্যাপক মোজাম্মেল হোসেন চৌধুরী (মোহন স্যার)-এর কফিনে কলেজ গভর্নিং বডি, শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
মরহুমের জানাজার নামাজে ইমামতি ও আত্মার মাগফেরাত কামানা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কলেজের ইসলাম শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক আনম মফিজুর রহমান। এ সময় মরহুমের শোকাহত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করা হয়। জানাজায় কলেজের সকল শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।