প্রকাশ : ১৩ আগস্ট ২০২২, ০০:০০
ফরিদগঞ্জ উপজেলার ২নং বালিথুবা ইউনিয়নের রাজাপুর গ্রামে মোঃ জাহিদ (১২) নামে এক কিশোর বলাৎকারের শিকার হয়েছে। ঘটনাটি ঘটেছে গত ৭ আগস্ট সকালে। জানা যায়, কিশোর জাহিদ তার পিতাকে চাঁদপুর যাওয়ার জন্যে বাড়ি থেকে ওয়াপদা সড়কে এগিয়ে দেয়। সেখান থেকে আসার সময় সরখাল গ্রামের আবুল কাশেম কিশোর জাহিদকে জোরপূর্বক নিয়ে বলাৎকার করে। জাহিদের পরিবার বিষয়টি জানতে পেরে স্থানীয় ইউপি সদস্য ও গণ্যমান্যদেরকে অবহিত করে। এ নিয়ে পরদিন ৮ আগস্ট সালিস বসার কথা থাকলেও তা বসা হয়নি।
একটি সূত্র জানায়, স্থানীয় একটি চক্র অর্থের বিনিময়ে ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করে এবং ঘটনার পর হতে আবুল কাশেম ওই চক্রের ইন্ধনে এলাকা থেকে পালিয়ে যায়। এ ব্যাপারে জাহিদের পিতা বলেন, ৮ আগস্ট এ ঘটনা নিয়ে বসার কথা। আমার ভাইকে আমি দায়িত্ব দিয়েছি। এ ব্যাপারে ইউপি সদস্য হোসেন বলেন, এ ঘটনা নিয়ে বসার কথা ছিলো। আবুল কাশেম পলাতক রয়েছে।
ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ হারুন জানান, এ বিষয়ে কেউ আমাকে জানায়নি। আমি ইউপি সদস্যের নিকট থেকে বিষয়টা জেনে নিবো। অপরাধীকে অবশ্যই শাস্তি পেতে হবে। এটা একটা ঘৃণ্য কাজ। অপরাধীকে ছাড় দেয়া যাবে না।