বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৩ আগস্ট ২০২২, ০০:০০

চাঁদপুর সদর মডেল থানা পুলিশের অভিযানে ৫ কেজি গাঁজাসহ আটক ১
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রশীদের নির্দেশে মডেল থানা পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৫ কেজি গাঁজাসহ ১ যুবককে আটক করেছে।

গতকাল ১২ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টায় মডেল থানার এসআই সুমন চন্দ্র দেবনাথ সঙ্গীয় ফোর্সসহ শহরের বাসস্ট্যান্ড এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় কুমিল্লা থেকে বোগদাদ বাসে আগত শাহপরান (১৯) (পিতা জামাল হোসেন, সাং পিরিংরহাট, কুমিল্লা সদর দক্ষিণ থানা) বাস থেকে নেমে মূল রাস্তার উপর ঘোরাঘুরি করছিল। তখন ঘটনাস্থলে থাকা পুলিশ শাহপরানের গতিবিধি সন্দেহজনক মনে করে তার সাথে থাকা ব্যাগ তল্লাশী করে ব্যাগে স্কচটেপ দিয়ে প্যাঁচানো ৫ কেজি গাঁজা পায়। পরে তাকে আটক করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রশীদের সাথে কথা তিনি বলেন, সদর মডেল থানা পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং থাকবে। আটক যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়