বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৩ আগস্ট ২০২২, ০০:০০

পুলিশের বাধার মধ্যে ফরিদগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
এমরান হোসেন লিটন ॥

ভোলা জেলায় পুলিশের গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নূরে আলমকে হত্যা এবং বিদ্যুতের লোডশেডিং, গ্যাস ও জ্বালানি তেলসহ দ্রব্যমূল্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ফরিদগঞ্জ উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দল।

শুক্রবার বিকেলে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় পুলিশি বাধার মুখে চাঁদপুর-ফরিদগঞ্জ-রায়পুর-লক্ষ্মীপুর অভিমুখী আঞ্চলিক মহাসড়কে সংক্ষিপ্ত বিক্ষোভ মিছিল করা হয়।

বিক্ষোভ মিছিল শেষে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আক্তার হোসেনের সভাপতিত্বে এবং সদস্য সচিব মোঃ ফারুক আহমেদের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শরীফ মোহাম্মদ ইউনুছ, চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইব্রাহিম কাজী জুয়েল, ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান দুলাল, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও ফরিদগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সমন্বয়ক ইখতিয়ার উদ্দিন শিশু, ফরিদগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুস সবুর পাটোয়ারী রুবেল। উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ পৌর বিএনপির সভাপতি আমানত হোসেন গাজী, ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক পাটোয়ারী, উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুল মতিন, যুগ্ম সম্পাদক আমজাদ হোসেন শিপন, ফারুক খান, পৌর যুবদলের আহ্বায়ক ইমাম হোসেন পাটোয়ারী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল আলম জুয়েল, যুগ্ম সম্পাদক রাজু পাটোয়ারী, হাবিবুর রহমান, পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক ইমরান হোসেন স্বপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক সুমন, স্বেচ্ছাসেবক দল নেতা শফিউল্লাহ, তোহা মিলন, মনির হোসেনসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সহস্রাধিক স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মী ও সমর্থক।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়