প্রকাশ : ১৩ আগস্ট ২০২২, ০০:০০
জ্বালানি তেলের মূল্য অসহনীয় বৃদ্ধি, নিত্য প্রয়োজনীয় পণ্যের লাগামহীন দাম, বিদ্যুৎ বিপর্যয়, রাজনৈতিক নেতাদের নির্বিচারে গুলির প্রতিবাদে ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃর্শত মুক্তির দাবিতে ঢাকায় পেশাজীবী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১২ আগস্ট শুক্রবার সকালে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মিজা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশে চাঁদপুর সম্মিলিত পেশাজীবী পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ হারুনুর রশিদের নেতৃত্বে নেতৃবৃন্দ যোগ দেন। সমাবেশে চাঁদপুর ছাড়াও অন্যান্য জেলার নেতৃবৃন্দ অংশ নেন।
বিএফইউজের সাবেক সভাপতি সাংবাদিক রুহল আমিন গাজীর সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডাকসুর সাবেক ভিপি আমানউল্লা আমান, ঢাকা দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপচার্য ড. আনোয়ারুল্লা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ডীন ড. তাজমেরি ইসলাম, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা অ্যাডঃ মোঃ ফজলুর রহমান, বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্য জোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভূঁইয়াসহ বিভিন্ন পেশাজীবী পরিষদের নেতৃবৃন্দ।
সমাবেশে অংশ নেয়া চাঁদপুরের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বিএসপিপি চাঁদপুর শাখার সহ-সভাপতি বোরহান খান, যুগ্ম সম্পাদক অ্যাডঃ আলম খান মঞ্জু, অ্যাডঃ ইয়াসিন আরাফাত ইকরাম, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, প্রচার সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, সিনিয়র নেতা সাংবাদিক কামরুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারি কাউছার আহমেদ ভূঁইয়া, সদস্য মোঃ আঃ কাদির, আবুল কালাম আজাদ, মিজানুর রহমান, জসিমউদ্দিন তালুকদার, রফিকুল ইসলাম গাজীসহ অন্যরা।