প্রকাশ : ১৩ আগস্ট ২০২২, ০০:০০
জ্বালানি তেল ডিজেল, অকটেন, পেট্রোল এবং নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি চাঁদপুর জেলা শাখার উদ্যোগে গতকাল ১২ আগস্ট শুক্রবার বিকেল ৫টায় এক মানববন্ধন চাঁদপুর শহরের শপথচত্বরে অনুষ্ঠিত হয়। এরপর বিক্ষোভ মিছিল সারা শহর প্রদক্ষিণ করে। জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড জাকির হোসেন মিয়াজীর সভাপতিত্বে ও ছাত্রনেতা প্রণব ঘোষের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড জাহাঙ্গীর হোসেন, জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক দুলাল চন্দ্র দাস ও ১৩নং ওয়ার্ড নেতা শাহীন হোসেন প্রধানীয়া। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড চন্দ্র শেখর মজুমদার, সাধারণ সম্পাদক মোঃ নূরে আলম ও ফরিদগঞ্জ উপজেলা কমিউনিস্ট পার্টির নেতা কমরেড আলী আক্কাছ।
সভায় নেতৃবৃন্দ বলেন, দফায় দফায় আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির অজুহাতে তেল, ডিজেল, কেরোসিনসহ নিত্যপণ্যের দাম বৃদ্ধি করা হচ্ছে। মানুষ এখন আর কোনোভাবেই স্বস্তির পথ খুঁজে পাচ্ছে না। সকল পণ্য সম্পূর্ণভাবে ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। গরীব কিংবা কিছুটা সচ্ছল মানুষের গচ্ছিত টাকাও শেষ হয়ে যাচ্ছে। দেশে কমণ্ডবেশি দুর্ভিক্ষ যে চলছে এটা অস্বীকার করা যাচ্ছে না। আর কিছুদিনের মধ্যে এটি ভয়াবহ রূপ নিবে। মানুষ দিশেহারা হয়ে গেছে। আর এদিকে সরকার দলীয় লোকজন, ব্যবসায়ী, আমলাসহ লুটেরা গোষ্ঠী সকল সম্পদ লুটেপুটে আনন্দে আত্মহারা। অনেক লোক লুটপাট করার প্রতিযোগিতায় ব্যস্ত। এখন মানবতা ও আদর্শ ভুলুণ্ঠিত। লুটপাটে সরকার দলীয় লোকজন সচেতন থাকলেও দুর্নীতি ও লুটপাট বন্ধে সরকার উদাসীন। এ অবস্থায় মানুষকে মানবিক হয়ে উঠতে হবে। অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে। তবেই দেশ সঠিক ধারায় পরিচালিত হবে। নেতৃবৃন্দ আরও বলেন, দেশে লুটপাট বন্ধ করতে হবে। সরকারকে ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে। অন্যথায় এর মাশুল সরকারকে গুণতে হবে। কমিউনিস্ট পার্টি সর্বদাই সকল অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার। নেতৃবৃন্দ সরকারের জুলুমের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে সংগ্রাম করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।