বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৩ আগস্ট ২০২২, ০০:০০

জাতীয় শোক দিবসে ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নানা আয়োজন
ফরিদগঞ্জ ব্যুরো ॥

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের আত্মার শান্তি কামনা করে যথাযথ মর্যাদায় ১৫ আগস্ট তাঁদের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবসে ফরিদগঞ্জে আওয়ামী লীগ নানা কর্মসূচির আয়োজন করেছে।

১১ আগস্ট বৃহস্পতিবার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র আবুল খায়ের পাটওয়ারী এবং সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকারের যৌথ স্বাক্ষরে এক বিজ্ঞপ্তিতে জানা যায়, ১৫ আগস্ট সোমবার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক কার্যালয়ে সকাল সাড়ে ৬টায় জাতীয় পতাকা, দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালোপতাকা উত্তোলন, ৬টা ৪৫ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন এবং সকাল ৮টায় দলীয় কার্যালয় থেকে শোক র‌্যালি শুরু হবে। র‌্যালি শেষে ফরিদগঞ্জ পৌরসভার মাঠে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল এবং গণভোজ অনুষ্ঠিত হবে।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার জানান, শোক দিবসের অনুষ্ঠানকে সফল করতে উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগগসহ সহযোগী সকল সংগঠনের নেতা-কর্মীদের যথাসময়ে উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে।

জাতীয় শোক দিবস, ১৭ আগস্ট সিরিজ বোমা হামলা ও ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে ইউনিয়ন পর্যায়ে নেতৃবৃন্দকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়