প্রকাশ : ১৩ আগস্ট ২০২২, ০০:০০
পবিত্র আশুরা উপলক্ষে পুরাণবাজার রঘুনাথপুর এলাকায় রাজ ভাণ্ডার দরবার শরীফ ও লোকমান আলী ফকিরের মাজারে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৯ আগস্ট মঙ্গলবার সন্ধ্যায় উত্তর রঘুনাথপুর মুসলিম ফকিরের বাড়িতে এ ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে প্রধান বক্তার বক্তব্য রাখেন হযরত মাওঃ মিজানুর রহমান চাঁদপুরী।
গাছতলা দরবার শরীফের খাজা আহমেদ জামে মসজিদের খতিব হযরত মাওঃ পীরজাদা খাজা মোহাম্মদ জুবায়েরের সভাপ্রধানে বিশেষ বক্তার বক্তব্য রাখেন মাওঃ আলী আরশ্বাদ আল কাদরী। দরবার শরীফের খাদেম মুসলিম ফকির, তরিকত ফেডারেশনের নেতা এরশাদসহ অসংখ্য আশেকান ভক্ত পবিত্র আশুরার এ দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন।
এদিন রঘুনাথপুর সূফী সাধক হযরত খাজা লোকমান আলী ফকির চিশতী (রহঃ) মাজার ও খানকা শরীফে ১০ মহররম পবিত্র আশুরা উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দরবারের খাদেম দেলোয়ার হোসেন মাস্টার দোয়া পরিচালনা করেন। দোয়া মাহফিলে ১০ মহরমের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি বিশ্ব শান্তি, সমৃদ্ধি, উন্নতি কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করা হয়।