প্রকাশ : ১২ আগস্ট ২০২২, ০০:০০
ফরিদগঞ্জ থানা পুলিশ সাত হাজার পঞ্চাশ পিচ ইয়াবাসহ মোসাঃ তামান্না বেগম (২৫) নামে এক নারীকে আটক করেছে। মঙ্গলবার (৯ আগস্ট) দিবাগত রাতে উপজেলার চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নের লড়াইরচর গ্রাম থেকে তাকে আটক করে পুলিশ। আটককৃত নারী মাদক ব্যবসায়ী মোঃ রাসেলের স্ত্রী বলে পুলিশ নিশ্চিত করেছে।
জানা গেছে, চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নের ৯নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত লড়াইরচর এলাকায় মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ী মোঃ রাসেল (৩৬)-এর বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় ঘর থেকে ৭ হাজার ৫০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় রাসেলের স্ত্রী তামান্না বেগম (২৫)কে আটক করা হয়।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহিদ হোসেন জানান, ইয়াবাসহ আটকের ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের হয়েছে। বুধবার তাকে চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।