বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১১ আগস্ট ২০২২, ০০:০০

বালিয়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপবৃত্তি ও বাইসাইকেল বিতরণ
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর সদর উপজেলাধীন বালিয়া ত্রিপুরা জাতি সমাজ উন্নয়ন সংস্থার মাধ্যমে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপবৃত্তি ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে ১০ আগস্ট আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুল ইসলাম নাজিম দেওয়ান। উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা হক (অঃ দাঃ)-এর সভাপ্রধানে এবং কম্পিউটার প্রশিক্ষক মোঃ তানভীর আহম্মেদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মোঃ রফিকুল্লাহ পাটওয়ারী, বাবুরহাট হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ মোশারফ হোসেন প্রমুখ।

শুভেচ্ছা বক্তব্য রাখেন বালিয়া ত্রিপুরা জাতি সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি কর্ণরাজ ত্রিপুরা ও সহ-সভাপতি মহারাজ ত্রিপুরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার সহ-সভাপতি ডাঃ শুখরঞ্জন ত্রিপুরা, সাধারণ সম্পাদক খোকন ত্রিপুরা, শিক্ষাবিষয়ক সম্পাদক বাবুল ত্রিপুরা, বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক তালুকদার, সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম গাজী, ৩নং ওয়ার্ড মেম্বার মোঃ সাইফুল ইসলাম সাইফুদ্দিন খানসহ শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

উল্লেখ্য, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের লেখাপড়ার সহযোগিতা হিসেবে সরকার নগদ অর্থ ও বাইসাইকেল বিতরণ করে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়