বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১১ আগস্ট ২০২২, ০০:০০

চাঁদপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালিত হলো পবিত্র আশুরা
স্টাফ রিপোর্টার ॥

১০ মহররম মঙ্গলবার (১০ আগস্ট) পবিত্র আশুরা চাঁদপুরে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যে উদ্‌যাপন করা হয়েছে। ধর্মপ্রাণ মুসলমানরা ৯ ও ১০ মহররম রোজা পালনসহ নফল ইবাদত-বন্দেগি এবং ওয়াজ-নসিহতের মাধ্যমে দিবসটি উদ্‌যাপন করেন। চাঁদপুরের বিভিন্ন পাড়া-মহল্লার মসজিদ, মাদ্রাসা এবং বিভিন্ন ধর্মীয় সংগঠন আশুরার তাৎপর্য নিয়ে আলোচনা ও মিলাদ-মাহফিলের আয়োজন করে।

ইসলামপুর গাছতলা দরবার শরীফ

চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নস্থ ইসলামপুর গাছতলা দরবার শরীফে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র আশুরা পালিত হয়েছে। দরবার শরীফের খাজা আহমদ শাহ (রঃ) জামে মসজিদে মঙ্গলবার রাতভর অসংখ্য মুসল্লি ইবাদতে মশগুল ছিলেন। এখানে বয়ান করেন মসজিদের খতিব ও দরবার শরীফের পরিচালক পীরজাদা মাওঃ খাজা মোঃ জোবায়ের। মিলাদ-ক্বিয়াম, মাজার জিয়ারত শেষে মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত মুসল্লিদের মাঝে তববরুক বিতরণ করা হয়।

চেয়ারম্যানঘাটা বাইতুল আমান জামে মসজিদ

চাঁদপুর শহরের চেয়ারম্যানঘাটাস্থ বাইতুল আমান জামে মসজিদে পবিত্র আশুরা উপলক্ষে সোমবার বাদ মাগরিব থেকে গভীর রাত পর্যন্ত ওয়াজ ও মিলাদ মহফিল অনুষ্ঠিত হয়। এতে আশুরার তাৎপর্য নিয়ে আলোচনা করেন মসজিদের খতিব আলহাজ্ব মাওঃ মোঃ সাইফুদ্দিন খন্দকার। তিনি বলেন, হিজরি ৬১ সালের ১০ মহররম কারবালা প্রান্তরে ইসলামের সুমহান আদর্শের পতাকা সমুন্নত রাখতে ১০ দিন অবরুদ্ধ থেকে ইয়াজিদ বাহিনীর হাতে হযরত ইমাম হোসাইন (রাঃ)সহ ৭২ জন তাঁর সহচর নির্মমভাবে শাহাদাতবরণ করেন। তবুও মদ্যপ, ব্যভিচারী ও বেনামাজি ইয়াজিদকে ইসলামের খলিফা ঘোষণা করে তার হাতে বাইয়াত হওয়ার অন্যায় দাবির কাছে তিনি নতি স্বীকার করেননি। এভাবেই তিনি উম্মতে মোহাম্মাদীর সামনে কোনো ধরনের অন্যায়, জুলুম ও অত্যাচারের কাছে নতি স্বীকার না করার দৃষ্টান্ত প্রতিষ্ঠা করে যান।

মসজিদের সভাপতি মোঃ মনিরুজ্জামানের সভাপ্রধানে বক্তব্য রাখেন ছারছীনা পীর ছাহেবের সফরসঙ্গী মাওঃ মোঃ মনির হোসেন, চাঁদপুর সদর উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের খতিব মুফতি মোঃ কেফায়েত উল্লাহ ও মোঃ আনোয়ার হোসেন বুলবুলী। মিলাদ-কিয়াম পরিচালনা করেন হাফেজ মোঃ আতিকুল্লাহ। পরে দেশের সার্বিক ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে দোয়া-মোনাজাত করেন মাওঃ মোঃ সাইফুদ্দিন খন্দকার।

উপস্থিত ছিলেন মসজিদের সাধারণ সম্পাদক অ্যাডঃ মোঃ সফিকুল ইসলাম, সহ-সভাপতি মাওঃ মোঃ আবু জার গিফারী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আমিনুল হক, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডঃ আহসান হাবিব, জমইয়াতে হিযবুল্লাহর চাঁদপুর শহর শাখার সহ-সভাপতি মোঃ সফিউল আলম, পৌর ১২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ জহিরুল ইসলাম সোহেলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরে উপস্থিত সকলের মাঝে তববরুক বিতরণ করা হয়।

কালেক্টরেট জামে মসজিদ

আড়াইশ’ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতাল সংলগ্ন কালেক্টরেট জামে মসজিদে মঙ্গলবার বাদ মাগরিব পবিত্র আশুরা উপলক্ষে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে পবিত্র আশুরার তাৎপর্য নিয়ে আলোচনা এবং আখেরি মোনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব মাওঃ মোঃ মোশাররফ হোসাইন। মিলাদ-ক্বিয়াম পরিচালনা করেন মাওঃ মোঃ হাবিবুল্লাহ।

মাহফিলে উপস্থিত ছিলেন পৌর ১৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আবদুর রহমান তালুকদার, চাঁদপুর সদর হাসপাতালের ডাঃ নোমান ও সাবেক অফিস প্রধান মোঃ সফিউল আলমসহ প্রশাসনের কর্মকর্তাগণ। পরে উপস্থিত সকলের মাঝে তবররুক বিতরণ করা হয়।

আল-হেলাল জামে মসজিদ

চাঁদপুর সদর উপজেলার কল্যাণপুর ইউনিয়নের রঙ্গেরগাঁও গ্রামে আল-হেলাল জামে মসজিদে পবিত্র আশুরার তাৎপর্য নিয়ে গত সোমবার বাদ মাগরিব আলোচনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে আশুরার তাৎপর্য নিয়ে আলোচনা করেন দাসাদী কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মোঃ মাহদী হাসান রুহানি ও মসজিদের খতিব মাওঃ মোঃ আবদুর রহমান গাজী। মসজিদের সভাপতি হাজী মোঃ দেলোয়ার হোসেন তালুকদারের সভাপ্রধানে ও সাধারণ সম্পাদক মোঃ মানিক সরকারের পরিচালনায় মিলাদ-ক্বিয়াম পরিচালনা করেন মসজিদের ইমাম হাফেজ মোঃ আবু ইউসুফ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওঃ মোঃ মাহাদী হাসান রুহানি।

উপস্থিত ছিলেন মসজিদের উপদেষ্টা মাস্টার মোঃ রেহান উদ্দিন বকাউল, হাজী মোঃ মোবারক হোসেন, কোষাধ্যক্ষ মোঃ মিজানুর রহমান গাজী, হোটেল চাঁদনগরের পরিচালক হাফেজ মোঃ শরিফ হোসেন কাজী, মোঃ সোহরাব সরকার, মোঃ আবু হানিফা, মোঃ জসিম উদ্দিন সরকার, মোঃ জুয়েলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরে উপস্থিত সকলের মাঝে তবররুক বিতরণ করা হয়।

তরপুরচণ্ডী শাহী জামে মসজিদ কমপ্লেক্স

চাঁদপুর সদর উপজেলার তরপুরচণ্ডী ইউনিয়নের কাসেমবাজার সংলগ্ন শাহী জামে মসজিদ কমপ্লেক্সে পবিত্র আশুরা দিবস উপলক্ষে গত মঙ্গলবার বাদ মাগরিব আলোচনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে পবিত্র আশুরার তাৎপর্য নিয়ে আলোচনা করেন মাওঃ মোঃ জালাল উদ্দিন। মাহফিলে মিলাদ-ক্বিয়াম পরিচালনা করেন তরপুরচণ্ডী বায়তুছ ছালাম জামে মসজিদের খতিব মাওঃ মোঃ আল-আমিন। উপস্থিত ছিলেন মসজিদের সভাপতি মোঃ আবুল হোসেন বেপারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নাজিরপাড়া মোহাম্মদীয়া ফোরকানিয়া হাফেজিয়া মাদ্রাসা

গত মঙ্গলবার বাদ আসর চাঁদপুর শহরের পূর্ব নাজিরপাড়া মোহাম্মদীয়া ফোরকানিয়া হাফেজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিংয়ের উদ্যোগে পবিত্র আশুরা দিবস উদ্‌যাপন উপলক্ষে ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কোড়ালিয়া মোহাম্মদীয়া জামে মসজিদের খতিব মাওঃ মোঃ মজিবুর রহমান। অ্যাডঃ মোঃ শাহাদাত হোসেনের সভাপ্রধানে ও মাদ্রাসার অধ্যক্ষ এস.এম. ফারুক আহমদের পরিচালনায় বাদ মাগরিব জিকিরের তা’লীম প্রদান করেন শিক্ষক আব্দুল কাদের মোঃ সবুজ। উপস্থিত ছিলেন মোঃ সোলায়মান গাজী, আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম, মোঃ বারেক দেওয়ান, মোঃ শাহআলম মাঝি, মোঃ কালু সরদার, মোঃ জামাল চৌধুরী, মোঃ ইসমাইল হোসেন মিজি, হাফেজ মোঃ খালিদ হাসান, হাফেজ মোঃ ইব্রাহীম খলিল, হাফেজ মোঃ সাকিব উল হাসানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এছাড়া চাঁদপুর শহরের পুরাণবাজার জামে মসজিদ, বাইতুল আমিন রেলওয়ে জামে মসজিদ, মিশন রোডস্থ শাহী জামে মসজিদ, আঃ করিম পাটওয়ারী বাড়ি জামে মসজিদ, বঙ্গবন্ধু সড়কস্থ মোহাম্মদীয়া জামে মসজিদ, চাঁদপুর সরকারি কলেজ জামে মসজিদ, মমিনপাড়া আব্দুস সামাদ জামে মসজিদ, জিটি রোডস্থ আখন্দ বাড়ি বাইতুল আমিন জামে মসজিদ, মির্জাপুর জামে মসজিদ, দক্ষিণ খলিশাডুলি জামে মসজিদ, তরপুরচণ্ডী হামিদিয়া জামে মসজিদ, তেঁতুলতলা বাইতুল মোকাররম জামে মসজিদ, আর্জুন খান মসজিদ, তুলাতলা বাইতুস সালাম জামে মসজিদসহ বিভিন্ন মসজিদে আশুরা দিবস পালিত হয়। এ দিবস উপলক্ষে গত শুক্রবার সরকারি ছুটি থাকায় বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ ছিলো।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়