বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৯ আগস্ট ২০২২, ০০:০০

ঢাকা থেকে পালিয়ে আসা ৩ মাদ্রাসা শিক্ষার্থীকে চাঁদপুরে উদ্ধার
স্টাফ রিপোর্টার ॥

মাদ্রাসায় পড়াশুনার চাপ সহ্য করতে না পেরে কাজের খোঁজে মাদ্রাসা থেকে পালিয়ে ঠিকানাবিহীন যাত্রা শুরু করে তিন মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থী, যারা রাজধানীর কেরানীগঞ্জের কদমতলী এলাকার রজতুল উলুম কওমী মাদ্রাসার ছাত্র। এদের নাম হলো : কেরানীগঞ্জ কদমতলী এলাকার আনিছুর রহমানের ছেলে জোবায়ের (১৬), একই এলাকার হাবিব সিকদারের ছেলে মোঃ ইয়ামিন (১৫) ও ঢাকা বাবুবাজার পোস্তগোলা এলাকার আব্দুল কাইয়ুমের ছেলে মোহাম্মদউল্লা (১৪)।

গত রোববার রাত ১০টার পরে চাঁদপুরের শহরের রেলওয়ে কোর্ট স্টেশন এলাকায় দীর্ঘ সময় এ তিন শিক্ষার্থীকে ঘোরাফেরা করতে দেখা যায়। এ সসময় চাঁদপুর হোটেল এন্ড রেস্টুরেন্টের পরিচালক নুরুল ইসলাম রাজিবের খবরের ভিত্তিতে সদর মডেল মডেল থানার ওসির নির্দেশে এএসআই জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্স নিয়ে শিক্ষার্থীদের উদ্ধার করে থানায় নিয়ে যান।

পালিয়ে আসা শিক্ষার্থীরা জানায়, মাদ্রাসার লেখাপড়ার চাপ সহ্য করতে না পেরে আমরা তিনজন গত শনিবার সকাল ৭টায় মাদ্রাসা থেকে বের হই। পরে সদরঘাট থেকে লঞ্চযোগে দুপুরে চাঁদপুর আসি। চাঁদপুরে বিভিন্ন স্থানে ঘুরে রাতে বাইতুল আমিন মসজিদে ঘুমিয়ে পড়ি।

কেরানীগঞ্জের কদমতলী রজতুল উলুম কওমী মাদ্রাসার অধ্যক্ষ সামছুদ্দিনের সাথে যোগাযোগ করলে তিনি জানান, মাদ্রাসার তিন ছাত্র গত শনিবার (৬ আগস্ট) সকালে মাদ্রাসা থেকে পালিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর তাদের না পেয়ে অভিভাবকদের অবগত করে কেরানীগঞ্জ থানায় একটি নিখোঁজ ডায়েরি করি। রোববার রাত ১০টার পর চাঁদপুর মডেল থানার ওসি ৩ ছাত্রকে পেয়েছেন বলে আমাকে অবগত করেন। আমি নিখোঁজ ছাত্রদের অবিভাবকদের নিয়ে চাঁদপুরে আসছি।

চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুর রশিদ জানান, তিন মাদ্রাসা ছাত্রকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পরে তাদের সাথে কথা বলে তাদের অভিভাবক ও মাদ্রাসার অধ্যক্ষকে অবগত করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়