বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৯ আগস্ট ২০২২, ০০:০০

বাল্যবিবাহ প্রতিরোধে সাজেদা ফাউন্ডেশনের সভা
অনলাইন ডেস্ক

সাজেদা ফাউন্ডেশনের ‘সুদিন’ পাইলট প্রকল্পের উদ্যোগে বাল্য বিবাহ প্রতিরোধে সভা অনুষ্ঠিত হয়। দ্রুত নগরায়নের ফলে বাংলাদেশের নগর এলাকাগুলোতে নগর দরিদ্রদের চাহিদা ও অগ্রাধিকারের প্রতি যথাযথ লক্ষ্য রেখে এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে সাজেদা ফাউন্ডেশন নিরন্তর কাজ করে যাচ্ছে ‘সবার জন্য সুস্বাস্থ্য, আনন্দময় ও মর্যাদাপূর্ণ জীবন’ নিশ্চিত করার রূপকল্প নিয়ে। এ ধারাবাহিকতা বজায় রেখে বাংলাদেশের ৩টি নগর এলাকা ঢাকা, গাজীপুর ও চাঁদপুরে সাজেদা আরবান প্রকল্প ‘সুদিন কর্মসূচী’-এর পাইলট পেজ মাঠ পর্যায়ে চলমান আছে।

সে ধারাবাহিকতায় গতকাল ৭ আগস্ট সোমবার সকালে সাজেদা ফাউন্ডেশন চাঁদপুর ‘সুদিন’ কর্মসূচীর কার্যালয়ে বিভিন্ন শ্রেণীপেশার মানুষদের নিয়ে ‘বাল্য বিবাহ প্রতিরোধ’ সংক্রান্ত সভা করে। সুদিন প্রকল্প চাঁদপুরের টিম লিড মোঃ শাহ আলমের সঞ্চালনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সুদিন কর্মসূচির প্রোগ্রাম ম্যানেজার মোঃ কৌশিক তালুকদার। উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি ও ম্যারিজ রেজিস্ট্রার এএইচএম আহসান উল্লাহ, ইউএনডিপি টাউন ম্যানেজার মোঃ আঃ হান্নান, ৫নং বালক সপ্রাবির প্রধান শিক্ষিকা মোছাঃ তাহমিনা বেগমসহ ২০-২৫ জন সরকারি/বেসরকারি অফিসের প্রতিনিধি ও সাংবাদিক, শিক্ষক, কাজী ও এনজিও প্রতিনিধি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়