প্রকাশ : ০৭ আগস্ট ২০২২, ০০:০০
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে চাঁদপুর শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ছাত্রদল। শনিবার বিকেলে শহরের শপথ চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে নেতৃত্ব দেন চাঁদপুর জেলা ছাত্রদলের সভাপতি ঈমান হোসেন গাজী ও সাধারণ সম্পাদক এইচএম ইসমাইল হোসেন পাটোয়ারী। পরে মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও ছায়াবাণী মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে ছাত্রদল নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সমাবেশে বক্তারা বলেন, হঠাৎ মধ্যরাতে জ্বালানি তেলের দাম বাড়িয়ে এই অবৈধ সরকার আবারও প্রমাণ করেছে তারা জুলুমবাজ ও গণবিরোধী। শুধু জনগণের টাকা লুট করতেই জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে উল্লেখ করে বক্তারা বলেন, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে। তারপরও মূল্যবৃদ্ধি মানুষের রক্ত চুষে নেয়া ছাড়া আর কিছুই নয়। বক্তারা অবিলম্বে জ্বালানি তেলের দাম কমানোর দাবি জানান এবং সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই অবৈধ সরকারকে হঠানোর আহ্বান জানান।