মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৫ আগস্ট ২০২২, ০০:০০

মতলব দক্ষিণে নিউ মডার্ন ডায়াবেটিস এন্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন
মুহাম্মদ আরিফ বিল্লাহ ॥

মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর বাজারে সম্পূর্ণ নতুন আঙ্গিকে নতুন পরিসরে নিউ মডার্ন ডায়াবেটিস এন্ড ডায়াগনস্টিক সেন্টার শুভ উদ্বোধন করা হয়েছে। ৪ আগস্ট বৃহস্পতিবার দুপুরে দোয়া মিলাদের মাধ্যমে এটি উদ্বোধন করেন ঢাকা মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ এমএ তাহের। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও নারায়ণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মুবিন সুজন প্রধান, নারায়ণপুর বাজার বণিক ও জনকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এবং খাদেরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মনজুর হোসেন রিপন, খাদেরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ঢালী প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণপুর পূর্ব বাজার জামে মসজিদের ইমাম মাওলানা জয়নাল আবেদীন।

প্রতিষ্ঠানের পরিচালক মোঃ জমির হোসেন পাটওয়ারীর উপস্থাপনায় উপস্থিত ছিলেন খাদেরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন, ব্যবসায়ী মিঞা মোঃ মামুন, নারায়ণপুর বাজারসহ উপজেলার বিভিন্ন এলাকার পল্লী চিকিৎসক, সাংবাদিক ও সুধীজন।

পরিচালক জমির হোসেন পাটওয়ারী জানান, চিকিৎসক ও স্থানীয় যুবকদের সমন্বয়ে প্রতিষ্ঠিত নিউ মডার্ন ডায়াবেটিস এন্ড ডায়াগনস্টিক সেন্টার থেকে নারায়ণপুরসহ মতলব দক্ষিণ উপজেলার জনগণ ডিজিটাল আলট্রাসনোগ্রাম, এক্স-রে, ইসিজি, ডায়াবেটিস, প্যাথলজিক্যাল পরীক্ষাসমূহ কম খরচে করতে পারবেন। বিশেষজ্ঞ চিকিৎসকগণ নিয়মিত রোগী দেখবেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়