প্রকাশ : ০৩ আগস্ট ২০২২, ০০:০০
মতলব উত্তরের ছেংগারচর পৌর পানি শোধনাগার প্রকল্প ২ আগস্ট দুপুরে পরিদর্শন করেন প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) হেদায়েত উল্লাহ।
এ সময় সাথে ছিলেন পৌরসভার নিবার্হী কর্মকর্তা শাহ সুফিয়ান খান, পৌরসভার নিবার্হী প্রকৌশলী তোফাজ্জল হোসেন, পৌরসভার সহায়ক সদস্য রমা দত্ত, মতলব উত্তর উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক রেফায়েত উল্লাহ দর্জি, দৈনিক সময়ের আলোর স্টাফ রিপোর্টার ঢালী কামরুজ্জামান হারুন, শাহ আলম ছিদ্দিকী, শহীদ উল্লাহ সরকার, আলী নূর বেপারী, শামীম সরকার, বোরহান উদ্দিন ও মাহফুজুর রহমান।
উল্লেখ্য, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে ছেংগারচর পৌর পানি শোধনাগার প্রকল্পের কাজ শেষ হয়েছে। খুব শিগগিরই উদ্বোধন করবেন পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।