প্রকাশ : ০৩ আগস্ট ২০২২, ০০:০০
প্রতি বছরের মতো এ বছরও মুনছুর গাজী ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। গত ৩১ জুলাই চাঁদপুর সদরের ইসলামপুর গাছতলা গ্রামে বৃক্ষরোপণের মাধ্যমে এবারের কর্মসূচি শুরু হয়। এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন ইসলামপুর গাছতলা দরবার শরীফের পীরজাদা ও খাজা এনায়েত উল্যাহ একাডেমির অধ্যক্ষ মাওলানা মোঃ খাজা জোবায়ের। আরও উপস্থিত ছিলেন সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থী রায়হান হোসেন শাকিল, চাঁদপুর সরকারি কলেজের শিক্ষার্থী সাঈদুজ্জামান সৈকত, শিক্ষার্থী সিয়াম দেওয়ান, মাহী দেওয়ান, খাজা শাহ আলম, ফরহাদ খান, তানভীর হোসেন, মোহাম্মদ হোসেন, নাফিজ দেওয়ান, নিহাদ হোসাইন, কামরুল প্রমুখ।
বৃক্ষরোপণের পাশাপাশি ২০০১ সালে প্রতিষ্ঠিত এ ফাউন্ডেশনের উদ্যোগে গাছের চারা বিতরণ, পরিবেশ আন্দোলন, শিক্ষাবৃত্তি প্রদান, সাধারণ জ্ঞান প্রতিযোগিতা, ইলিশ আড্ডা, ঈদ উৎসব, ছড়া ম্যাগাজিন প্রকাশসহ নানা কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। সংগঠনটির প্রতিষ্ঠাতা আলহাজ গাজী মুনছুর আজিজ।