প্রকাশ : ০৩ আগস্ট ২০২২, ০০:০০
হাজীগঞ্জ ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি, অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব, বীর মুক্তিযোদ্ধা মোঃ সহিদ উল্লা মিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় বাদ জোহর হাজীগঞ্জ ডিগ্রি কলেজ মসজিদে মিলাদ, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
মিলাদের পূর্বে বীর মুক্তিযোদ্ধা মোঃ সহিদ উল্লা মিয়ার বর্ণাঢ্য জীবন ও কর্মের উপর অধ্যক্ষ মোঃ মাসুদ আহাম্মদ আলোচনা করেন। এ সময় বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মোহাম্মদ আনোয়ার উল্লা, সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক মোঃ শাহজাহান সরকার ও পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মুয্যাম্মেল হুসাইন।
মিলাদ পরিচালনা করেন ইসলামী শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক আবু নোমান মোঃ মফিজুর রহমান। পরে সভাপতির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।