প্রকাশ : ০২ আগস্ট ২০২২, ০০:০০
সোমবার হাজীগঞ্জ উপজেলার টংগীরপাড় হাটিলা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে যোগ দিয়েছেন ইসমাইল হোসেন। প্রথম কর্মদিবসে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি আলমগীর হোসেন চৌধুরী, সহকারী প্রধান শিক্ষক তাফাজ্জল হোসেনসহ অভিভাবক সদস্য, শিক্ষক ও কর্মচারীগণ ফুল দিয়ে তাকে বরণ করে নেন।
ইসমাইল হোসেন শিক্ষকতা শুরু করেন শাহতলী উচ্চ বিদ্যালয়ে। টংগীরপাড় হাটিলা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবেও কিছুদিন কর্মরত ছিলেন। পরবর্তীতে কৃষ্ণপুর জোহরা বালিকা উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক ও অলিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।
ইসমাইল হোসেন বলেন, এ বিদ্যালয়ে আমি আগেও চাকরি করেছি। প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব আরো বেড়ে গেছে। আমার চেষ্টা থাকবে ভালো কিছু করার। শিক্ষার মানোন্নয়নে সবার সহযোগিতা কামনা করি।
গত ২৫ মার্চ টংগীরপাড় হাটিলা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাফাজ্জল হোসেন মৃত্যুবরণ করলে প্রধান শিক্ষকের পদটি শূন্য হয়।