মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০২ আগস্ট ২০২২, ০০:০০

সুরাইয়া-শহীদুল্লাহ ফাউন্ডেশনের মিলাদ ও দোয়া
হাছান খান মিসু ॥

চাঁদপুরের সর্বজনশ্রদ্ধেয় বিশিষ্ট শিক্ষাবিদ প্রবীণ রাজনীতিবিদ বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্নিং বোর্ডের সাবেক সভাপতি, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহীদ উল্লাহ মাস্টারের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে ১ আগস্ট সোমবার নিজ বাড়িতে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।

২০২০ সালের ১ আগস্ট নিজ বাড়িতে তাঁর সকল শুভানুধ্যায়ীকে শোকের সাগরে ভাসিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এ প্রবীণ রাজনীতিবিদ। তিনি ছিলেন একজন প্রগতিশীল ব্যক্তিত্ব। তিনি সবসময়ই সমাজের উন্নয়নের কথা চিন্তা করতেন। তিনি কল্যাণপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন।

সুরাইয়া-শহীদুল্লাহ ফাউন্ডেশনের আয়োজনে মিলাদ ও দোয়ানুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ শহিদ উল্লাহ খান, সহ-প্রচার সম্পাদক মোঃ মনির হোসেন গাজী, পৌর ১৪নং ওয়ার্ড কাউন্সিলর খায়রুল ইসলাম নয়ন মিজি, ১৪নং ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক মোঃ শাহ আলম মজুমদার নান্নু, যুগ্ম আহ্বায়ক মোঃ হোসেন শেখ, যুগ্ম আহ্বায়ক মোঃ ফারুক মজুমদার, প্রাক্তন শিক্ষক মোঃ হাফেজ খান, বাবুরহাট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা মোঃ হযরত আলী খান, ১৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মোজাম্মেল হক পাটওয়ারী, আওয়ামী লীগ নেতা গোলাম সরোয়ার রিপন, চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি রহিম বাদশা, বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সিনিয়র শিক্ষক মাহাবুবুর রহমান জুয়েলসহ মরহুমের আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ী এবং বাবুরহাট উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন ছাত্রবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়