শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ০২ আগস্ট ২০২২, ০০:০০

সর্বজনশ্রদ্ধেয় শহীদ উল্লাহ মাস্টারের মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান
হাছান খান মিসু ॥

সমাজ পরিবর্তনের রূপকার, এক সময়ের তুখোড় ফুটবলার, মানুষ গড়ার কারিগর, বিশিষ্ট শিক্ষাবিদ, রাজনীতিবিদ, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি, বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজ ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি অধ্যক্ষ শহীদ উল্লাহ মাস্টারের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণ সভা ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রাক্তন ছাত্রদের আয়োজনে বিকেল ৫টায় বাবুরহাট উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রাক্তন শিক্ষক ও সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ শহিদ উল্লাহ খানের সভাপতিত্বে এবং সদর উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক মোঃ মনির হোসেন গাজীর সঞ্চালনায় স্মরণসভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আলী আরশাদ মিয়াজী, চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি রহিম বাদশা, বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সিনিয়র শিক্ষক মাসুদুর রহমান মাসুদ, ১৪নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মোঃ ফারুক মজুমদার, সাবেক সাধারণ সম্পাদক মোঃ মোজাম্মেল হক পাটওয়ারী, আওয়ামী লীগ নেতা গোলাম সরোয়ার রিপন, বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সিনিয়র শিক্ষক মাহাবুবুর রহমান জুয়েল প্রমুখ।

সভায় উপস্থিত ছিলেন চাঁদপুর পৌর ১৪নং ওয়ার্ড কাউন্সিলর খায়রুল ইসলাম নয়ন মিজি, ১৪নং ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক মোঃ শাহ আলম মজুমদার নান্নু, যুগ্ম আহ্বায়ক মোঃ হোসেন শেখসহ বাবুরহাট উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন ছাত্র ও শহীদ উল্লাহ মাস্টারের শুভানুধ্যায়ীগণ।

আলোচনা শেষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া ও মিলাদ পরিচালনা করেন বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সিনিয়র শিক্ষক মাওলানা হযরত আলী খান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়