মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০২ আগস্ট ২০২২, ০০:০০

ফরিদগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে শিক্ষকের ওপর হামলার অভিযোগ
ফরিদগঞ্জ ব্যুরো ॥

ফরিদগঞ্জে হুমায়ুন কবির নামে এক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ওপর হামলার অভিযোগ উঠেছে। জমি সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে ১ আগস্ট সোমবার সকালে উপজেলার গাব্দেরগাঁও গ্রামে এই ঘটনা ঘটে। এ ব্যাপারে ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। হামলার শিকার প্রধান শিক্ষক উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের ভাটেরহদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

থানায় দায়েরকৃত অভিযোগ ও হামলার শিকার হুমায়ুন কবির জানান, তিনি রূপসা উত্তর ইউনিয়নের গাাব্দেরগাঁও গ্রামে ২০১০ সালে জমি ক্রয় করেন। সম্প্রতি ওই জমিতে বাড়ি নির্মাণের লক্ষ্যে সোমবার সকালে গাছ-গাছালি পরিষ্কার করার জন্য লোক নিয়ে কাজ শুরু করলে পাশর্^বর্তী জমির মালিক আঃ রহিম, কবির আহম্মদ, আঃ রশিদ মিন্টু বাধা দেন। এক পর্যায়ে তারা আমার ওপর হামলা করে।

তিনি জানান, এই জমি নিয়ে ইতিপূর্বে বেশ কয়েকবার সালিসি বৈঠক হয় এবং প্রতিবারই আমার পক্ষে রায় যায়, তারাও মেনে নেয়। কিছুদিন পূর্বে আমি আমার জমিতে বালি ফেলার সময় তারা ৯৯৯ নাম্বারে ফোন দিয়ে পুলিশ এনে আমার বালু ফেলা বন্ধ করেন। পরবর্তীতে থানায় অভিযোগ দিয়ে আর যোগাযোগ করছেন না। আমি শিক্ষক হিসেবে সর্বদা নিজের সম্মান বজায় রাখার চেষ্টা করছি। কিন্তু তারা সর্বশেষ আমার ওপর হামলা করলো।

বিষয়টি নিয়ে মুঠোফোনে আঃ রশিদ মিন্টুর কাছে জানতে চাইলে তিনি জানান, শিক্ষক হুমায়ুন কবিরের সাথে আমাদের জমি নিয়ে বিরোধ রয়েছে। থানায় অভিযোগ থাকার পরও তিনি আজ লোকজন নিয়ে গাছ কাটতে গিয়েছেন। ফলে সেখানে অপ্রীতিকর ঘটনা ঘটে।

আঃ রশিদ মিন্টুর ভাই আঃ রহিম জানান, ওই জমি আমাদের পৈত্রিক সূত্রে প্রাপ্ত। প্রধান শিক্ষক হুমায়ুন কবির ১৫ শতক জমি কিনলেও তিনি বিএস রেকর্ডে ১৯ শতক উঠিয়েছেন। আমরা ইতোমধ্যেই আদালতে মামলা করেছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়