মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০১ আগস্ট ২০২২, ০০:০০

চাঁদপুর হিলশা সিটি রোটারী ক্লাবের দায়িত্ব হস্তান্তর
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর হিলশা সিটি রোটারী ক্লাবের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ৩০ জুলাই শনিবার রাতে চাঁদপুর শহরের কবি নজরুল সড়কস্থ চাঁদপুর প্রেসক্লাব ভবনের দ্বিতীয় তলায় এলিট চাইনিজে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদায়ী ও চার্টার প্রেসিডেন্ট রোটাঃ রহিমা বেগম। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন গিয়াসউদ্দিন কবির। এরপর জাতীয় সংগীত ও রোটারী প্রত্যয় পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়।

বিদায়ী সাধারণ সম্পাদক রোটাঃ রাকিবুল হাসান রোমান ২০২২-২৩ বছরের নূতন সাধারণ সম্পাদক রোটাঃ তাজুল ইসলাম ও বিদায়ী সভাপতি রোটাঃ রহিমা বেগম নূতন সভাপতি রোটাঃ আলমগীর মিয়াজীর কাছে দায়িত্ব হস্তান্তর করেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর হিলশা সিটি রোটারী ক্লাবের উপদেষ্টা ও দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক রোটাঃ কাজী শাহাদাত পিএইচএফ, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রোটাঃ গিয়াসউদ্দিন মিলন, চাঁদপুর আক্কাছ আলী রেলওয়ে একাডেমির প্রধান শিক্ষক মোঃ গোফরান হোসেন, বাংলাদেশ পুস্তক ব্যবসায়ী সমিতি চাঁদপুর জেলা শাখার সভাপতি রোটাঃ এসএম মোরশেদ সেলিম, রাজরাজ্বেশর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রোটাঃ হযরত আলী বেপারী, ক্লাবের চার্টার সদস্য রোটাঃ মাহমুদা খানম, কচুয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি রোটাঃ রাকিবুল হাসান, চার্টার সদস্য রোটাঃ ইলিয়াছ মজুমদার সুমন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ফরিদগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন কবির ও ক্লাবের চার্টার সেক্রেটারী রোটাঃ সাইফুল আজম।

ক্লাবের অর্গানাইজার রোটাঃ মফিজ উদ্দিন সরকার পিএইচএফের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোটাঃ মোঃ সাখাওয়াত হোসেন, রোটাঃ সমির, রোটাঃ আবুল কালাম, রোটাঃ লুৎফুল কবির, রোটাঃ উৎফল প্রমুখ। সবশেষে নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়