প্রকাশ : ৩১ জুলাই ২০২২, ০০:০০
সারাদেশে লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে চাঁদপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। আজ ৩১ জুলাই রোববার বিকেল ৩টায় দলীয় কার্যালয়ের সামনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ বিক্ষোভ সমাবেশ করবে দলটি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয়তাবাদী দল-বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। কেন্দ্রীয় এই নেতার চাঁদপুরে এটাই প্রথম সফর।
সমাবেশে সভাপতিত্ব করবেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। সমাবেশে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।
উক্ত কর্মসূচি সফল করার জন্যে ইতিমধ্যে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে একাধিক প্রস্তুতি সভা করা হয়েছে।