প্রকাশ : ৩১ জুলাই ২০২২, ০০:০০
শাহরাস্তিতে রঙ ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ এবং বিতরণ করা হয়েছে। গতকাল ৩০ জুলাই শনিবার দিনব্যাপী সূচীপাড়া ডিগ্রি কলেজ, সূচীপাড়া উচ্চ বিদ্যালয় ও আয়নাতলী ফরিদউদ্দীন উচ্চ বিদ্যালয়ে ১শ’ ৫০টি ফলদ ও বনজ বৃক্ষের চারারোপণ এবং ৫শ’ গাছের চারা শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়। সকাল ১০টায় সূচীপাড়া ডিগ্রি কলেজ মাঠে এ কার্যক্রম উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ মোঃ হুমায়ুন কবির ভূঁইয়া। এ সময় উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ সহকারী অধ্যাপক মোঃ আবুল কালাম, সহকারী অধ্যাপক মোঃ শাহজামাল, ফাউন্ডেশনের সভাপতি আল-আমীন, সহ-সভাপতি ফয়েজ আহমেদ, সাধারণ সম্পাদক মোঃ বোরহান উদ্দিন, সাংগঠনিক সম্পাদক উৎপল দত্ত, সদস্য রবিউল হোসেন, জাহিদ হাসান, জিল্লুর রহমান প্রমুখ। উল্লেখ্য, রঙ ফাউন্ডেশন প্রতি বছর দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ, শীতবস্ত্র প্রদান ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে আসছে।