প্রকাশ : ৩০ জুলাই ২০২২, ০০:০০
বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন ফরিদগঞ্জ উপজেলা শাখার আয়োজনে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ জুলাই বৃহস্পতিবার স্থানীয় আম্বিয়া-ইউনুছ ফাউন্ডেশনের উপজেলা শাখার সভাপতি রেজাউল করিম মাসুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাদল চন্দ্র ঘোষের উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের চাঁদপুর জেলা শাখার সভাপতি মোঃ ওমর ফারুক। বিশেষ অতিথি ছিলেন সহ-সভাপতি মাওঃ মাহফুজ উল্যাহ ইউসুফি ও সাধারণ সম্পাদক এসবি সবুজ ভদ্র। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার সহসভাপতি মাওলানা মোঃ জাকির হোসেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার মান উন্নয়ন করার লক্ষ্যে কেজি স্কুলগুলো সরকারি স্কুলগুলোর পাশাপাশি কাজ করে যাচ্ছে। শুধু শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে নয় হতাশাগ্রস্ত বেকারত্ব জীবন নিয়ে ঘুরাফেরা না করে সামাজিক কাজ হিসেবে মেনে নিয়ে কাজ করছে। করোনার মধ্যে অনেক ক্ষতিগ্রস্ত হওয়ার পরেও আমরা এখন উঠে দাঁড়াবার চেষ্টা করছি। এজন্যে সরকারের সহযোগিতা বেশি বেশি দরকার।
অনুষ্ঠানে উপজেলা কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক, পরিচালক, সহকারী শিক্ষকসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।