মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ৩০ জুলাই ২০২২, ০০:০০

পার্থ সারথি অনিকের প্রয়াণ দিবসে ত্রাণ বিতরণ
পাপ্পু মাহমুদ ॥

পার্থ সারথি দেবনাথ অনিকের ৬ষ্ঠ প্রয়াণ দিবসে অসহায় ও দুঃস্থদের মাঝে ত্রাণ বিতরণ করে পার্থ সারথি (অনিক) মেমোরিয়াল ট্রাস্ট। শুক্রবার সকালে হাজীগঞ্জের শ্রীরামকৃষ্ণ সেবাশ্রমের এ ত্রাণসেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়। ২শ’ ১৫ জনের মাঝে এ ত্রাণসেবা দেয়া হয়। প্রতিজনকে ৫ কেজি চাল, ৩ কেজি আলু, ১ কেজি করে লবণ, ডাল ও চিঁড়া এবং তেল ১ লিটার বিতরণ করা হয়। ত্রাণসেবা কার্যক্রমে সহযোগিতা করেন হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রম।

জানা যায়, ৬ বছর আগের এই দিনে মাত্র ৩১ বছর বয়সে পার্থ সারথি দেবনাথ অনিক ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়ে এ পৃথিবী ত্যাগ করেন।

হাজীগঞ্জ উপজেলার ১০নং গন্ধর্ব্যপুর ইউনিয়নের কাশিমপুর গ্রামে তার পৈত্রিক নিবাস। প্রয়াত পার্থ সারথি সাবেক অতিরিক্ত সচিব অমূল্য কুমার দেবনাথ ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সহকারী পরিসংখ্যান কর্মকর্তা প্রতিমা মজুমদারের একমাত্র সন্তান ছিলেন। তিনি বাংলাদেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পেট্রোবাংলার সহকারী ম্যানেজার ছিলেন।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে হাজীগঞ্জ শ্রীরামকৃষ্ণ সেবাশ্রমের সভাপতি অনিল চন্দ্র সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পার্থ সারথি (অনিক) মেমোরিয়াল ট্রাস্টের সভাপতি ও সাবেক অতিরিক্ত সচিব অমূল্য কুমার দেবনাথ। হাজীগঞ্জ শ্রীরামকৃষ্ণ সেবাশ্রমের সাধারণ সম্পাদক নিহার রঞ্জন হালদারের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন হাজীগঞ্জ শ্রীরামকৃষ্ণ সেবাশ্রমের উপদেষ্টা যুগল কৃষ্ণ হালদার, সদস্য তপন কুমার পাল, অধ্যক্ষ সেবাময়ানন্দ মহারাজ, ট্রাস্টের সহ-সভাপতি রাখাল চন্দ্র নাথ ভৌমিক প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়