প্রকাশ : ৩০ জুলাই ২০২২, ০০:০০
ফরিদগঞ্জ থানা পুলিশ ১ কেজি গাঁজাসহ দুজনকে আটক করেছে। এরা হলো : উপজেলার আইটপাড়া গ্রামের মোঃ খোকন ঢালী (২৫) ও সুজন ঢালী (২৪)। জানা গেছে, থানা পুলিশের একটি দল বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার আইটপাড়া এলাকায় টহল দেয়ার সময় টোরামুন্সীরহাট বাজার থেকে আইটপাড়া ঢালীর ঘাট হয়ে জয়শ্রী যাওয়ার পাকা রাস্তার উপর দুজনকে সন্দেহজনক চলাফেরা করতে দেখে তাদের আটক করে। পরে তাদের কাছ থেকে ১ কেজি গাঁজা পাওয়া যায়। আটককৃত মোঃ খোকন ঢালী (২৫) আইটপাড়া গ্রামের মোঃ আনোয়ার হোসেন ঢালীর পুত্র এবং মোঃ নাঈম হোসেন প্রকাশ সুজন ঢালী (২৪) মোঃ আবুল বাসার ঢালীর পুত্র।
এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, আটকককৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের এবং শুক্রবার চাঁদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।