প্রকাশ : ০৮ জুলাই ২০২২, ০০:০০
আসন্ন ঈদ-উল-আজহা উপলক্ষে ১১ দিনের জন্যে ঘরমুখো যাত্রীদের নির্বিঘ্নে যাতায়াতের সুবিধার্থে নদীতে সকল বাল্কহেড এবং যাত্রীবাহী লঞ্চে মোটরসাইকেল পরিবহন সম্পূর্ণভাবে বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। গতকাল ৭ জুলাই বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেন চাঁদপুর নদী বন্দর ও পরিবহন কর্মকর্তা একেএম কায়সারুল ইসলাম।
তিনি বলেন, ঈদের আগে ৫ দিন থেকে ঈদের পরে ৫ দিন পর্যন্ত চলবে এ কার্যক্রম। এ সময়ে চাঁদপুরেও নদীতে বাল্কহেড চলতে পারবে না এবং লঞ্চে মোটরসাইকেল পরিবহন নিষিদ্ধ থাকবে।
তিনি আরও বলেন, এখন চাঁদপুর নৌপথে দিনে রাতে ১শ’-এর মতো বিভিন্ন রূটের লঞ্চ চলাচল করছে। এর মধ্যে শুধুমাত্র ঢাকা-চাঁদপুর নৌ রূটেই ছোট-বড় ২৪টি লঞ্চ চলাচল করছে। ঈদযাত্রা নিরাপদ করতে আমরা তৎপর রয়েছি। যাত্রী চাহিদাকে কেন্দ্র করে ঈদে স্পেশাল লঞ্চেরও ব্যবস্থা রয়েছে।
তিনি বলেন, যাত্রীসেবা নিশ্চিতে জেলা পুলিশ, নৌ পুলিশ, কোস্টগার্ড, আনসার, ফায়ারসার্ভিস, রোভার স্কাউটসহ স্বেচ্ছাসেবীদের সাথে নিয়ে বিআইডব্লিউহটিএ নৌ নিরাপত্তা সমন্বয় টিমওয়ার্ক করছে। লঞ্চগুলোতে অতিরিক্ত যাত্রী ও স্বাভাবিকের চেয়ে ভাড়া বেশি রাখার চেষ্টা করা হলে এক্ষেত্রেও ব্যবস্থা নিতে আমাদের মনিটরিং অব্যাহত রয়েছে।