সোমবার, ০৩ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৫ জুলাই ২০২২, ০০:০০

২৪ বিসিএস-এর ১৭ বছর পূর্তি, নবনির্বাচিত শিক্ষক পরিষদ এবং বিসিএস (সা.শি.) সমিতির চাঁসক ইউনিটের অভিষেক
অনলাইন ডেস্ক

চাঁদপুর জেলার সর্বোচ্চ বিদ্যাপীঠ চাঁদপুর সরকারি কলেজের ২০২২-২৩ একাডেমিক বছরের নবনির্বাচিত শিক্ষক পরিষদ, বিসিএস (সাধারণ শিক্ষা) সমিতি চাঁদপুর সরকারি কলেজ ইউনিটের অভিষেক, ২৪তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তাদের ১৭ বছর পূর্তি এবং কর্মজীবনের ১৮ বছরে পদার্পণ উপলক্ষে চাঁদপুর সরকারি কলেজের কনফারেন্স কক্ষে রোববার (৩ জুলাই) বেলা ১২টায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলেজ অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশের সভাপ্রধানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ইসলামিক শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আল-আমিন এবং পবিত্র গীতা পাঠ করেন পদার্থবিদ্যা বিভাগের প্রভাষক গোপাল কৃষ্ণ ভৌমিক।

ইতিহাস বিভাগের প্রভাষক সুমন মজুমদারের সঞ্চালনায় ২০২২-২৩ একাডেমিক বছরের নবনির্বাচিত শিক্ষক পরিষদের কর্মকর্তাগণ আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। সর্বসম্মতিক্রমে সাধারণ সম্পাদক পদে উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ কামরুল হাছান, যুগ্মণ্ডসম্পাদক পদে ইতিহাস বিভাগের প্রভাষক সুমন মজুমদার, যুগ্মণ্ডসম্পাদক (মহিলা) পদে ভূগোল বিভাগের সহকারী অধ্যাপক রোকসানা আক্তার এবং অর্থ সম্পাদক পদে ভূগোল বিভাগের প্রভাষক মিজানুর রহমান নির্বাচিত হন। কমিটির সদস্যদের অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ ফুল দিয়ে বরণ করে নেন।

বিসিএস (সাধারণ শিক্ষা) সমিতি চাঁদপুর সরকারি কলেজ ইউনিটের নবনির্বাচিত সভাপতি হলেন ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক কিউ এম হাসান শাহরিয়ার, সহ-সভাপতি পদে রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক আলমগীর হোসেন এবং সম্পাদক পদে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মেহেদী হাসানসহ ১৭ জনের কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়। এ কমিটির সদস্যদের অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ ফুল দিয়ে বরণ করে নেন।

গত ২ জুলাই ছিল ২৪ তম বিসিএস ক্যাডার কর্মকর্তাদের ১৭ বছর পূর্তি এবং ১৮ বছরে পদার্পণ। ২৪ বিসিএস (সাধারণ শিক্ষা) চাঁদপুর জেলা কমিটির সভাপতি কিউএম হাসান শাহরিয়ারকে চাঁদপুর সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

অভিষেক অনুষ্ঠানে বক্তব্য রাখেন রসায়ন বিভাগের প্রভাষক মোঃ রেজাউল করীম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মেহেদী হাসান, ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক কিউ এম হাসান শাহরিয়ার, পদার্থবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আলমগীর হোসেন বাহার, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোঃ জসিম উদ্দিন, শিক্ষক পরিষদ সম্পাদক ও উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ কামরুল হাছান এবং কলেজ উপাধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল খায়ের সরকার। সকল বক্তাই নবনির্বাচিত দুটি কমিটির সফলতা এবং ২৪ তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তাদের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন।

সভাপ্রধানের বক্তব্যে প্রফেসর অসিত বরণ দাশ বলেন, শিক্ষক পরিষদের নতুন কমিটি অত্যন্ত ডাইনামিক। প্রত্যেক সদস্যই চৌকস এবং কর্মবীর। আশা করছি আগামী দিনগুলোতে তারা তাদের যোগ্যতার স্বাক্ষর রাখবে। নবনির্বাচিত বিসিএস (সাধারণ শিক্ষা) চাঁদপুর সরকারি কলেজ ইউনিটকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, এ কমিটিতে যারা আছেন, তাদের সবাই মেধাবী এবং যোগ্য। গত ৩০ জুন এই কমিটি নির্বাচিত হয়েই শিক্ষক উৎপল কুমার সরকারের হত্যাকাণ্ড এবং বিভিন্ন সময়ে শিক্ষকদের উপর নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ সভা করেছে। আগামী দিনে এই কমিটি তাদের দায়িত্বভার যথাযথভাবে পালন করবে বলে আমি বিশ্বাস করি।’

তিনি আরও বলেন, ২৪তম বিসিএস ক্যাডার কর্মকর্তাগণ হচ্ছেন বিসিএস ক্যাডারের ইতিহাসে সর্ববৃহৎ ক্যাডার। এখন সব দিকেই ২৪-এর জয়গান। চাঁদপুরের জেলা প্রশাসক এবং পুলিশ সুপার দু’জনই ২৪ বিসিএস ক্যাডার কর্মকর্তা। চাঁদপুর সরকারি কলেজ এবং চাঁদপুর সরকারি মহিলা কলেজে মোট ২০ জন ২৪তম বিসিএস শিক্ষা ক্যাডার কর্মকর্তা কর্মরত আছেন এবং এরা সকলেই কর্মক্ষেত্রে মেধা, যোগ্যতা ও সততার স্বাক্ষর রাখছেন। আগামী দিনে শিক্ষা ক্যাডারসহ সকল ক্যাডারের নেতৃত্বে থাকবে ২৪তম বিসিএস ক্যাডার। আমি ২৪তম বিসিএস ক্যাডারের উত্তোরোত্তর সাফল্য কামনা করি।

অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ এবং শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়