সোমবার, ০৩ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৫ জুলাই ২০২২, ০০:০০

বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
অনলাইন ডেস্ক

মতলব উত্তর উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের মান্দারতলী গ্রামের বিশিষ্ট সমাজসেবক নূরুল ইসলাম ধনু মেম্বারের ছোট ভাই, বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নাজমুল হকের চাচা বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন এমএ (৭০) গত ৩ জুলাই রোববার বেলা সাড়ে ১১টায় ঢাকার খিলগাঁওস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন। ঢাকায় প্রথম জানাজা শেষে তাঁর মরদেহ মতলব উত্তরের বাগানবাড়ি মান্দারতলী গ্রামের প্রধান বাড়িতে নিয়ে আসা হয়। পরিবারের লোকজন ও আত্মীয়-স্বজন একনজর দেখার পর বাদ আসর উত্তর মান্দারতলী ঈদগাহ মাঠে স্থানীয় মুক্তিযোদ্ধারা তাকে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন। এরপর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশ্রাফুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল মরহুমকে সশস্ত্র সালাম ও রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করেন। স্থানীয় মসজিদের ইমাম জানাজার নামাজ পরিচালনা করেন।

জানাজায় মুক্তিযোদ্ধা, আত্মীয় স্বজন, রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দসহ বিপুল সংখক মুসল্লি অংশগ্রহণ করেন। জানাজায় উপস্থিত ছিলেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা শহীদউল্লাহ সরকার, মিয়া লনি, হাকিম প্রধান, বিল্লাল হোসেন, বাগানবাড়ি ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, সাবেক চেয়ারম্যান ও মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম জমাদার, পল্লবী ডিগ্রি মহিলা কলেজের সহকারী অধ্যক্ষ মোঃ আলমগীর হোসেন, ঢাকা মেডিকেল কলেজের সাবেক রেজিস্ট্রার ডাঃ সাদেকের ছেলে ডাঃ নাজমুস সাদাত, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক গণপরিষদ সদস্য, ফ্লাইট লেঃ এবি সিদ্দিকের ছেলে জাবেদ হাসান সিদ্দিকী, জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহ আলম মল্লিক, মতলব উত্তর উপজেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক ওমর আলী প্রধান, সৌদি টেলিভিশনের প্রকৌশলী জহিরুল ইসলাম সরকার, ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম প্রধান, বিশিষ্ট ব্যবসায়ী সেলিম প্রধান, ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ প্রধান প্রমুখ। জানাজা শেষে তাঁকে স্থানীয় সামাজিক কবরস্থানে দাফন করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়