সোমবার, ০৩ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৫ জুলাই ২০২২, ০০:০০

কর্মচারীর মৃত্যু, আহত ও স্থায়ী অক্ষমদের ১ কোটি ২৮ লাখ টাকার চেক বিতরণ

কর্মচারীর মৃত্যু, আহত ও স্থায়ী অক্ষমদের ১ কোটি ২৮ লাখ টাকার চেক বিতরণ
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুরে বেসামরিক প্রশাসনে চাকুরিরত অবস্থায় কোনো সরকারি কর্মচারীর মৃত্যুবরণ এবং গুরুতর আহত হয়ে স্থায়ী অক্ষমতাজনিত ১৬ জনকে ৮ লাখ করে ১ কোটি ২৮ লাখ টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ সম্পন্ন হয়েছে। ৪ জুলাই সোমবার সকালে চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান। তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ জানিয়ে বলেন, সরকার যে সুশাসন করছেন তার এটা একটা উদাহরণ। বেঁচে থাকার ব্যাপারটা আল্লাহপাক নির্ধারিত করে রেখেছেন। যিনি চলে গেছেন তার পরিবারের জন্যে সমবেদনা জানাচ্ছি। যারা চলে গেছেন তার পরিবারের সদস্যদের অনেক কাজ থেকে যায়। যাদের সন্তান রয়েছে তাদেরকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হয়।

জেলা প্রশাসক উপকারভোগীদের উদ্দেশ্যে বলেন, আপনারা আপনাদের সন্তানদেরকে ভালো মানুষতো করবেনই, তাদের পড়াশুনার ব্যাপারটা আগেই চিন্তা করে জায়গাটা ঠিক করে দিবেন। আজকে আমি এখানে আপনাদেরকে বলছি নিজের পরিবারের সদস্য মনে করে। সন্তানদেরকে পরিকল্পনা করে যদি পড়াশুনা করান তাহলে ভবিষ্যতে আর কোনো সমস্যা হবে না। সন্তানরা কী করছে তার দিকে বিশেষ খেয়াল রাখতে হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইমতিয়াজ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন্নাহার চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব পালন করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এআরএম জাহিদ হাসান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়