শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ০৪ জুলাই ২০২২, ০০:০০

শিক্ষক হত্যা ও লাঞ্ছিত করার প্রতিবাদে কচুয়ায় মানববন্ধন
মেহেদী হাসান ॥

ঢাকার সাভারে শিক্ষক উৎপল কুমার সরকারকে পিটিয়ে হত্যা ও নড়াইলে অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে লাঞ্ছিত করার প্রতিবাদে শনিবার সকালে কচুয়ায় বাইপাস সড়কে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে উপজেলার শিক্ষা পরিবার। সকাল ১১টা থেকে শুরু হওয়া ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলার স্কুল, কলেজ ও মাদ্রাসা সমূহের প্রধান সমন্বয়ক অধ্যক্ষ মিজানুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শহীদউল্লাহ পাটোওয়ারী, সাধারণ সম্পাদক আলাউদ্দিন সোহাগ, সাবেক সভাপতি রফিকুল ইসলাম পাটোয়ারী, জমিয়তুল মোদার্রেছীন কচুয়া উপজেলা শাখার সভাপতি মাওলানা আলী আক্কাস ও সাধারণ সম্পাদক নূরুল আলম মজুমদার, রহিমানগর শেখ মুজিবুর রহমান ডিগ্রি কলেজের প্রভাষক বিমল চন্দ্র আইচ, সাচার ডিগ্রি কলেজের প্রভাষক নওশাদ কবির প্রমুখ।

বক্তারা শিক্ষক উৎপল কুমার সরকারকে পিটিয়ে হত্যা ও নড়াইলে অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে লাঞ্ছিতকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বিক্ষোভ ও মানববন্ধনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শত শত শিক্ষক ও কর্মচারী অংশ নেয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়