মঙ্গলবার, ০৫ নভেম্বর, ২০২৪  |   ৩৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কচুয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
  •   নির্মাণের এক বছর না যেতেই ফরিদগঞ্জ কেন্দ্রীয় মডেল মসজিদের বেহাল দশা
  •   শেষ হলো পদ্মা-মেঘনায় জাল ফেলার নিষেধাজ্ঞা
  •   ফরিদগঞ্জে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার
  •   মোবাইল ব্যবহারে নিষেধ করায় শিশু শিক্ষার্থীর আত্মহত্যা

প্রকাশ : ০৪ জুলাই ২০২২, ০০:০০

শিক্ষক হত্যা ও নির্যাতনের তীব্র নিন্দায় হাজীগঞ্জ ডিগ্রি কলেজ
অনলাইন ডেস্ক

৩ জুলাই, ২০২২ খ্রিস্টাব্দ রোববার বেলা ২টার সময় হাজীগঞ্জ ডিগ্রি কলেজের শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ সাভারের হাজী ইউনুস আলী আখন্দ স্কুল এন্ড কলেজের পৌরনীতি ও সুশাসন বিভাগের প্রভাষক উৎপল কুমার সরকারের হত্যা এবং দেশব্যাপী শিক্ষক নির্যাতনের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়ে মানববন্ধন করেছেন।

এতে কলেজের অধ্যক্ষ মোঃ মাসুদ আহাম্মদ বলেন, শিক্ষকরা হলেন জাতি গঠনের কারিগর। শিক্ষকদের সুরক্ষার জন্য শিক্ষক সুরক্ষা আইন, শিক্ষকদের আর্থিক নিরাপত্তা, সামাজিক মর্যাদা এবং জানমালের নিরাপত্তা বিধান করেলে শিক্ষকরা আগামী দিনে প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তুলে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা ও প্রধানমন্ত্রীর উন্নত বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করতে পারবে। শিক্ষকরা যদি অবহেলিত থাকে তাহলে দেশ কয়েক ধাপ পিছিয়ে পড়বে। তিনি শিক্ষক উৎপল কুমার সরকারের পরিবারের পুনর্বাসনের দাবি জানান।

তিনি বলেন, প্রভাষক উৎপল কুমার সরকার হত্যা ও দেশব্যাপী শিক্ষক নির্যাতনকারীদের উপযুক্ত বিচার করতে হবে। অন্যথায় শিক্ষক সমাজ আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

মানববন্ধনে আরো বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মোঃ আনোয়ার উল্লা, সহকারী অধ্যাপক ও শিক্ষক প্রতিনিধি নাজমা আক্তার, সহকারী অধ্যাপক ও শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ মাকছুদুর রহমান, সহকারী অধ্যাপক মুয্যাম্মেল হুসাইন, সহকারী অধ্যাপক ও শিক্ষক প্রতিনিধি তৌহিদা আক্তার, সহকারী অধ্যাপক ও শিক্ষক প্রতিনিধি প্রদীপ কুমার দাস প্রমুখ। মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়