প্রকাশ : ০৪ জুলাই ২০২২, ০০:০০
চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের কচুয়া উপজেলার খাজুরিয়া এলাকা থেকে বেলাল হোসেন (৩৯) ও শরিফুল ইসলাম (১৮) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কচুয়া থানা পুলিশ। গতকাল রোববার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই নাজিম উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে রিলাক্স বাসে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী বেলাল হোসেন কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর এলাকার মাস্টার বাড়ির ইয়াছিন মিয়ার ছেলে। অপর মাদক ব্যবসায়ী শরিফুল ইসলাম একই উপজেলার পেছাইমুড়ি এলাকার কাজী বাড়ির আবদুল গফুরের ছেলে।
কচুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মহিউদ্দিন জানান, এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।