প্রকাশ : ০৪ জুলাই ২০২২, ০০:০০
রোটারী ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট-৩২৮২, বাংলাদেশের ডিস্ট্রিক্ট অভিষেক অনুষ্ঠানে যোগ দিয়েছেন চাঁদপুর সেন্ট্রাল রোটারী ক্লাবের কর্মকর্তাবৃন্দ। ২ জুলাই শনিবার চট্টগ্রাম শহরের রেডিসন ব্লু হোটেলে আয়োজিত অনুষ্ঠানে চাঁদপুর সেন্ট্রাল রোটারী ক্লাবের পক্ষ থেকে প্রেসিডেন্ট মোহাম্মদ মাকসুদুর রহমান, ডিস্ট্রিক্ট অ্যাসিস্ট্যান্ট গভর্নর আব্দুল বারী জমাদার মানিকসহ ও অন্যরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে চাঁদপুরসহ সারাদেশের বিভিন্ন রোটারী ক্লাবের ৬ শতাধিক রোটারিয়ান অংশ নেন।