সোমবার, ০৩ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৪ জুলাই ২০২২, ০০:০০

ড্যাফোডিল নার্সিং কলেজে শিরাবরণ ও শপথ গ্রহণ অনুষ্ঠান
অনলাইন ডেস্ক

ড্যাফোডিল নার্সিং কলেজ কর্তৃক ড্যাফোডিল স্মার্ট সিটি, আশুলিয়াতে বি.এস.সি. ইন নার্সিং ও ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারী (২০২০-২০২১ শিক্ষা বর্ষে) শিক্ষার্থীদের শিরাবরণ ও শপথ গ্রহণ গতকাল ৩ জুলাই ২০২২ তারিখে ড্যাফোডিল স্মার্ট সিটিতে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল পরিবারের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূরুজ্জামান। অনুষ্ঠানে নার্সিং পেশার তাৎপর্য, নার্সিং পেশার ব্যাপক সুযোগ সুবিধা, মধ্যপ্রাচ্য ও ইউরোপীয় দেশগুলোতে নার্সিংয়ে উচ্চ শিক্ষা ও চাকরির বিশেষ সুবিধা তুলে ধরা হয়। তাছাড়াও নার্সিং শিক্ষার্থীদেরকে তাদের দায়িত্ব ও নার্সিং পেশার গুরুত্ব এবং নার্সিং পেশার ঐতিহ্য, সৌন্দর্য ও নীতি সম্পর্কে অবহিত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের জনস্বাস্থ্য বিভাগের বিভাগীয় প্রধান ড. এ বি এম আলাউদ্দিন চৌধুরী, অধ্যাপক ড. মোহাম্মদ শাহ্জাহান, ড্যাফোডিল নার্সিং কলেজের উপ-পরিচালক মাসুদ করিম ও ড্যাফোডিল নার্সিং কলেজের শিক্ষকমণ্ডলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড্যাফোডিল নার্সিং কলেজের অধ্যক্ষ গীতশ্রী ঘোষ।

উল্লেখ্য, ড্যাফোডিল নার্সিং কলেজটি উত্তরার প্রাণকেন্দ্র হাউজ বিল্ডিংয়ের ড্যাফোডিল টাওযার-৬-এ নিজস্ব একাডেমিক ভবনে পরিচালিত হচ্ছে। ড্যাফোডিল নার্সিং কলেজ বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত। বর্তমানে অত্র কলেজে তিন বছর মেয়াদি ডিপ্লোামা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি, চার বছর মেয়াদি বিএসসি ইন নার্সিং সায়েন্স (বেসিক বিএসসি) এবং দুই বছর মেয়াদি পোস্ট বেসিক বিএসসি ইন নার্সিং সায়েন্স কোর্সে ভর্তি চলমান। বিএসসি ইন নার্সিং এবং ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি কোর্সে ভর্তি ইচ্ছুক ছাত্র/ছাত্রীদের এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল কর্তৃক সম্মিলিত ভর্তি পরীক্ষায় কৃতকার্য হয়ে ভর্তি হইতে হয়। পোস্ট বেসিক কোর্সে ভর্তিচ্ছুক ছাত্র/ছাত্রীদের ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি কোর্সে উত্তীর্ণ হয়ে বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কর্তৃক সম্মিলিত ভর্তি পরীক্ষায় কৃতকার্য হয়ে ভর্তি হতে হয়। ড্যাফোডিল নার্সিং কলেজের নিজস্ব ছাত্রী হোস্টেল রয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়